এবার উচ্চ মাধ্যমিকে পূর্ণবিবেচনায়ও দুর্নীতির অভিযোগ। অনুত্তীর্ণ পড়ুয়াদের পাশ করিয়ে দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ উঠল কোচবিহারে। অভিযোগ উঠেছে স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। যদিও ওই প্রধান শিক্ষক অভিযোগ অস্বীকার করেছেন। তবে চাপে পড়ে পড়ুয়াদের টাকা ফেরতও দিয়েছেন তিনি।একেতে উচ্চমাধ্যমিকের অকৃতকার্য পড়ুয়াদের বিক্ষোভের জেরে জেলায় জেলায় অশান্তি সৃষ্টি হয়েছে। ভাঙচুর থেকে শুরু করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো এমনকী, আত্মহত্যার হুমকি দিচ্ছেন পড়ুয়ারা। এই নিয়ে বিপাকে পড়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এরইমধ্যে জেলায় জেলায় শুরু হয়েছে অনুত্তীর্ণদের ফলের পুর্নবিবেচনার আবেদনপত্র সংগ্রহের কাজ। এবার অকৃতকার্য পড়ুয়াদের পাশ করিয়ে দিতে ৫০০ টাকা করে তোলার অভিযোগ উঠল এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। গুরুতর অভিযোগ উঠেছে কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের আলোকঝাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ঘটনার কথা প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে গোটা এলাকায়।পড়ুয়াদের অভিযোগ, স্কুলের প্রধান শিক্ষক সুবীরকুমার ঘোষ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা অনুত্তীর্ণ হয়েছেন, সেই সমস্ত পড়ুয়াদের পাশ করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাদের কাছ থেকে ৫০০ টাকা করে তুলেছিলেন। স্কুল সূত্রে জানা গিয়েছে, এর আগেও প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিড ডে মিলের খাদ্যসামগ্রী চুরি করার অভিযোগ উঠেছিল। এবার সেই প্রধান শিক্ষকের বিরুদ্ধেই অনুত্তীর্ণদের কাছ থেকে ৫০০ টাকা করে তোলার অভিযোগ তুলেছেন একাংশ পড়ুয়ারা। যদি অভিযুক্ত প্রধান শিক্ষক তাঁর বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ স্বীকার করেছেন। তাকে প্রশ্ন করা হলে, টাকা নেওয়ার বিষয়টি এড়িয়ে যান তিনি। পরে অবশ্য চাপের মুখে পড়ে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে নেওয়া সমস্ত টাকা ফিরিয়ে দেন প্রধান শিক্ষক। এখানেই প্রশ্ন উঠতে শুরু করেছে, কীভাবে একজন প্রধান শিক্ষক ছাত্র-ছাত্রীদের কাছ থেকে এইভাবে টাকা তুলতে পারেন? নানা মহলে এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনা নিয়ে বিপাকে পড়েছেন স্কুলের অন্যান্য শিক্ষকরাও।