রিষড়ায় রাতে নতুন করে দুষ্কৃতী তান্ডবে বন্ধ হল ট্রেন চলাচল। রাত নামতেই এলাকায় শুরু হয় লাগাতার বোমাবাজি ও পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি। স্টেশন সংলগ্ন এলাকায় এই অশান্তি হওয়া আতঙ্কিত হয়ে পড়ে রাত ৯টায় ছাড়া ব্যান্ডেল লোকালের যাত্রীরা। এই অশান্তির জেরে আপ ও ডাউন দুই লাইনেই ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। বর্ধমান মেন লাইনেও ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
রাত ১০টা নাগাদ ট্রেন বন্ধ করে দেওয়া হয়। হাওড়া থেকে বর্ধমান লাইনে পর পর ৪টি ট্রেন ছিল সেগুলিও আটকে থাকে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের সেল ফাটায়। হঠাৎ ট্রেন বন্ধ হয়ে যাওয়ার কারণে হাওড়ায় বিক্ষোভ দেখান যাত্রীদের একাংশ।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, রিষড়ায় বিক্ষোভকারীরা ৪ নম্বর রেল বন্ধ করতে না দেওয়ায় ট্রেন চালু হতে পারেনি। তিনি বলেন, 'রাত ১০টা থেকে হাওড়া-ব্যান্ডেল শাখায় ট্রেন চলাচল বন্ধ। দূরপাল্লার ট্রেনও দাঁড়িয়ে। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে আমরা পরিষেবা বন্ধ রেখেছি। দুন এক্সপ্রেস, কাঠগুদাম এক্সপ্রেস আটকে রয়েছে। আমরা চাই না কারও কোনও ক্ষতি হোক। যতক্ষণ না আমরা গেট বন্ধ করতে পারছি ততক্ষণ ট্রেন চালাতে পারব না।' রাত বারোটা নাগাদ আটকে থাকা তারকেশ্বর লোকাল ছাড়ে।
রিষড়ার চার নম্বর রেল গেট আটকে রেখে অশান্তি করার অভিযোগ উঠেছে। ট্রেন লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ ও ব়্যাফ। দুষ্কৃতীদের পুলিশকে লক্ষ্য করে পাথর দেখা গিয়েছে। পাল্টা ইট ছুড়তে দেখা গিয়েছে পুলিশকেও। চন্দননগর পুলিশ কমিশনারেট এবং জেলা পুলিশের বিপুল বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাস্তায় নেমেছে।