FIR against ED in Sandeshkhali incident: হাসপাতালে ৩ অফিসার, সন্দেশখালির সেই ঘটনায় ইডির বিরুদ্ধেই FIR পুলিশের!
1 মিনিটে পড়ুন Updated: 06 Jan 2024, 12:21 PM ISTইডির অভিযোগের প্রেক্ষিতেও পৃথক এফআইআর হয়েছে। শাহজাহান ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে দায়ের হয়েছে হয়েছে সেই এফআইআর। রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমার ও বসিরহাট পুলিশ জেলার এসপি জোবি থমাসের কাছে ইমেলের মাধ্যমে অভিযোগ জানিয়েছে ইডি।
সন্দেশখালির ঘটনায় পুলিশের বিরুদ্ধে এফআইআর পুলিশের