চিতাবাঘের আতঙ্ক তো আছেই ডুয়ার্সে। এবার ভালুকের আতঙ্ক জাঁকিয়ে বসেছে ডুয়ার্সের মালবাজারে। স্থানীয় সূত্রে খবর, মাল নদীর ধারে ভালুকের পায়ের ছাপ দেখা গিয়েছে। বনদফতরের কর্মী, আধিকারিকরা ভালুকের খোঁজে তল্লাশি চালাচ্ছেন। এদিকে মাল শহর সংলগ্ন টুনাবাড়ি চা বাগান এলাকায় তার উপস্থিতি বোঝা গিয়েছিল। তারপর সেটি যে কোথায় গেল সেটারই খোঁজ চলছে।তবে বনদফতরের ধারণা ভালুকটি গরুবাথানের দিকে সম্ভবত চলে গিয়েছে। তবে সেটি যাতে কোনওভাবেই মাল শহরের দিকে চলে আসতে না পারে সেব্যাপারে নজর রেখেছে বনদফতর। ভালুক আচমকা যাতে কারোর উপর ঝাঁপিয়ে পড়তে না পারে সেটাও নিশ্চিত করার চেষ্টা করছে বনদফতর। অন্যদিকে কেউ যাতে ভালুকটির কোনও ক্ষতি করতে না পারে সেটা নিশ্চিত করাটাও বনদফতরের কাছে বড় চ্যালেঞ্জ।এদিকে টুনাবাড়ি, মালনদী চা বাগান এলাকায় চলছে নজরদারি। মালনদী সংলগ্ন সোনাগাছি চা বাগান। সেখানেও নজরে রাখা হচ্ছে।তবে এবারই প্রথম নয়। গত বছর মাল শহরেও বাজার রোডের ১১ নম্বর ওয়ার্ডের একটি ভবনে ভালুক ঢুকে পড়েছিল। পরে সেটিকে উদ্ধার করা হয়। ফের শীতের মধ্যে আচমকাই উদয় হল ভালুকের। তীব্র আতঙ্ক এলাকায়।