রাজনৈতিক দ্বন্দ্ব, দলাদলি তো আছেই। কিন্তু প্রয়াত কংগ্রেস নেতা গনি খানের জন্মদিনে প্রতি বছরই মালদায় দেখা যায় এক বিরল ছবি। গনিখানের জন্মদিন উপলক্ষ্যে একই মঞ্চে দেখা যায় কংগ্রেস, তৃণমূল সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের। এবার সেই ছবির কোনও ব্যতিক্রম হল না। কোতোয়ালি ভবনে জড়ো হন কংগ্রেস-তৃণমূল দুই দলের নেতারাই। দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ তথা গনিখানের ভাই আবু হোসেন খান চৌধুরী, প্রাক্তন বিধায়ক ইশা খান চৌধুরী, তৃণমূলের রাজ্যসভার সদস্য মৌসম বেনজির নুর, ইংরেজবাজার পুরসভার চেয়ারম্য়ান কৃষ্ণেন্দু চৌধুরী, তৃণমূলের কাউন্সিলর বাবলা সরকার, তৃণমূলের একাধিক নেত্রী এদিন প্রয়াত জননেতাকে শ্রদ্ধা জানান। রাজনৈতিক দলাদলি ভুলে গনিখানকে কেন্দ্র করে এই মিলনের ছবি নিঃসন্দেহে এবারও নজর কেড়েছে অনেকের।
কৃষ্ণেন্দু চৌধুরী বলেন, রাজনৈতিক জীবনটা বরকতদার হাত ধরে। বরকতদাকে ভুলতে পারব না। এই মানুষটাই তো আমাদের বড় করেছিল। এই দিনটাতে মাজারের সামনে এসে শান্তি পাই। আমিও একসময় কংগ্রেস করতাম। এখন তৃণমূল করি। এটা রাজনৈতিক মঞ্চ নয়। এটা শুধুই বরকতদাকে শ্রদ্ধা জানানোর জন্য।
মৌসম বেনজির নুর বলেন, বরকত সাহেব আমাদের সকলের লিডার। তিনি আমার মামা। আজকের দিনে ওনার অবদানের কথা শুধুই বলব। আর কিছু নয়।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আজও বরকত গনি খানের নামে আবেগে ভাসে মালদা। এদিন ছিল ৯৬তম জন্মদিন। কংগ্রেস, তৃণমূল উভয় নেতৃত্বই এদিন গনিখানের অবদানকে স্মরণ করেন।