উইকএন্ডে ডায়মন্ড হারবার? এবার সেখানেও কলেজ স্ট্রিটের কফি হাউজ
1 মিনিটে পড়ুন Updated: 03 Jul 2023, 11:29 AM ISTChiranjib Paul
এবার ডায়মন্ড হারবারেও কলেজ স্ট্রিটের কফি হাউজ। নানা ধরনের কফির পাশাপাশি চিকেন স্যান্ডুইজ, কবিরাজী, অমলেট, ফিস ফ্রাই সবই মিলবে। উউকএন্ড ট্যুরে গেলে বিকেলটা কাটিয়ে আসতে পারেন। কবে থেকে চালু হচ্ছে? ডায়মন্ড হারবারের কোথায় হচ্ছে এই কফি হাউস?
কলকাতার কফি হাউস (Samir Jana / HT Photo)
ঢিমে তালে হলেও ক্রমশ ছড়িয়ে ছড়িয়ে পড়ছে কলকাতার কফি হাউস। গত ডিসেম্বরে শুরু হয়েছিল শ্রীরামপুরে। এবার তা ডানা মেলল ডায়মন্ডে। বৃহস্পতিবার বিকাল থেকে নতুন কফি হাউজের পথ চলা শুরু হবে। একটি বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ ভাবে এই কফি হাউস তৈরি হয়েছে। ডায়মন্ড হারবার থানার পাশে তেতলায় এই কফি হাউস তৈরি হয়েছে।
কফির সব আইটেমের পাশাপাশি এখানে মিলবে চিকেন ওমলেট, ফিস ফ্রাই, কবিরাজীও। খাবারে মান পড়ে যাওয়া নিয়ে কলেজ স্ট্রিট কফি হাউজের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তবু এখনও ভোজন রসিকদের তালিকা থেকে বাদ যায়নি হাউজ। বিকেল হলেই ভিড় করেন অনেকে। খাবারের মান রক্ষার ব্যাপারেও উদ্যোগী হয়েছে কফি হাউস কর্মচারী সমবায়। সংগঠনের সম্পাদক সরফরাজ জানালেন, মান বজায় রাখতে মাছ, মটন সরবরাহকারী বদলের উদ্যোগ নেওয়া হচ্ছে।
ডায়মন্ড হারবারেও যাতে কলেজ স্ট্রিট কফি হাউসের স্বাদ মেলে সে জন্য তাদের তিন হেঁশেল কর্মী রান্না শেখাচ্ছেন ডায়মন্ডে। প্রাথমিক ভাবে ৩০ আসন নিয়ে তৈরি হচ্ছে এই কফি হাউস। এখানে সাধারণ আসনের পাশাপাশি একটি অংশে আলাদা করে এসি বাসানো হচ্ছে।
তবে আয় বাড়ানোর জন্য কলেজ স্ট্রিট কফি হাউজের একটি অংশে এসি বসানোর পরিকল্পনা রয়েছে বলে জানালেন সমবায় সংগঠনের সম্পাদক সরফরাজ। কলেজস্ট্রিটেই তিনতলায় আলাদা করে প্রায় শ'খানের আসন বাড়ানো হয়েছে বলে তিনি জানিয়েছেন।