এবার টানা তিনদিনের সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই সফরের আগেই এখানে ঘটে গিয়েছে মর্মান্তিক দুর্ঘটনা। বিজয়া দশমীর দিনে মালবাজারে বিপর্যয়ের পর উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সুতরাং বিষয়টি বেশ তাৎপর্যপূর্ণ। যদিও তিনি এখানে ক্ষতিপূরণ দিয়েছেন। হরপা বানে ৮ জনের প্রাণ গিয়েছিল। যেখানে তাঁর বা তাঁর সরকারের কোনও দোষ ছিল না। প্রাকৃতিক দুর্যোগেই এই ঘটনা ঘটেছিল। যার জন্য শোকজ্ঞাপন করেছিলেন মুখ্যমন্ত্রী। এবার সেখানেই যাচ্ছেন মুখ্যমন্ত্রী।
কবে উত্তরবঙ্গ যাচ্ছেন মুখ্যমন্ত্রী? নবান্ন সূত্রে খবর, টানা তিনদিনের সফরে উত্তরবঙ্গ যাচ্ছেন মুখ্যমন্ত্রী। ১৭ অক্টোবর, সোমবার জলপাইগুড়ির মালবাজারে পৌঁছবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১৮ অক্টোবর বৈঠকে করবেন মালবাজারে। তারপর ১৯ অক্টোরব শিলিগুড়িতে বিজয়া সম্মিলনীতে যোগ দেবেন। আর ২০ অক্টোবর কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী। এখানে হরপা বানে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল তাতে শুধু শোকপ্রকাশ করা নয়, মৃতদের পরিবার পিছু ২ লক্ষ আর্থিক সাহায্য ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আহতরা পাবেন ৫০ হাজার টাকা করে। এবার সেই পরিবারগুলি কেমন আছেন? মুখ্যমন্ত্রী দেখতে যাচ্ছেন উত্তরবঙ্গে।
আর কী জানা যাচ্ছে? নবান্ন সূত্রে খবর, বিসর্জনের সময় হরপা বানে ৮ জনের মৃত্যুতে মুখ্যমন্ত্রী খুব কষ্ট পেয়েছেন। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ তো আটকানো সম্ভব নয়। আর অর্থ কখনও প্রাণের উপযুক্ত মূল্য হতে পারে না। তাই সমবেদনা জানাতে তিনি পরিবারগুলির সঙ্গে দেখা করতে পারেন। কার কী সমস্যা রয়েছে, সেটাও জানবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাল নদীর ঘটনা নিয়ে নবান্ন আগেই রিপোর্ট চেয়েছিল। এবার সরেজমিনে দেখতে যাবেন তিনি। মালবাজার কাণ্ডে নদী বিশেষজ্ঞকে দিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন জলপাইগুড়ির জেলাশাসক।