লাগাতার বৃষ্টিতে বেহাল হুগলির বিস্তীর্ণ এলাকা। সেই পরিস্থিতি খতিয়ে দেখতে আজ মঙ্গলবার হুগলির আরামবাগ মহকুমায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এ দিন বন্যা কবলিত অঞ্চলগুলি ঘুরে দেখার পাশাপাশি তিনি উপস্থিত থাকবেন কামারপুকুরে রামকৃষ্ণ মঠ ও মিশনের একটি অনুষ্ঠানে। (আরও পড়ুন: লালকেল্লায় ঢোকার চেষ্টা, দিল্লিতে গ্রেফতার ৫ বাংলাদেশি অনুপ্রবেশকারী)
আরও পড়ুন: শুরু ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’, মিলছে ‘দুয়ারে সরকার’ পরিষেবা, কী বললেন মমতা
দুপুর নাগাদ মুখ্যমন্ত্রী পুরশুড়া ও আরামবাগ হয়ে সড়কপথে পৌঁছবেন কামারপুকুর। হুগলির কর্মসূচি শেষে এ দিনই তাঁর মেদিনীপুরের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। সেখানে ঘাটালের বানভাসি এলাকা পরিদর্শনের পর বুধবার তাঁর ঝাড়গ্রাম যাওয়ার পরিকল্পনা রয়েছে। মুখ্যমন্ত্রীর সফরের খবর মিলতেই দুই জেলার প্রশাসন ও তৃণমূলের দলীয় সংগঠন নেমে পড়েছে জোর প্রস্তুতিতে। যেসব রাস্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যাত্রা করবেন, সেগুলি যুদ্ধকালীন তৎপরতায় মেরামত করা হচ্ছে। বিশেষ করে চাঁপাডাঙা-আরামবাগ রাজ্য সড়ক (২ নম্বর) এবং আরামবাগ-কামারপুকুর রাজ্য সড়ক (৭ নম্বর)—এই দুই গুরুত্বপূর্ণ পথে সোমবার রাত পর্যন্ত চলেছে সংস্কারকাজ। কামারপুকুরের লক্ষ্মীজলা এলাকায় একটি মঞ্চ তৈরি করা হয়েছে মুখ্যমন্ত্রীর সম্ভাব্য বক্তব্যের জন্য। সেই মঞ্চের সামনেই এ দিন সকাল থেকে আলপনা আঁকার কাজ চলেছে। গোটা পরিকাঠামোর তদারকিতে রয়েছেন জেলাশাসক মুক্ত আর্য নিজে। জেলা পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা পর্যবেক্ষণ চালাচ্ছেন গোড়া থেকেই। (আরও পড়ুন: বাংলার ৪ বিধানসভা আসনের ভোটার তালিকা পাওয়া যাচ্ছে না, কী করবে নির্বাচন কমিশন?)