জোরকদমে চলছে গরু পাচার কাণ্ডের তদন্ত। একইসঙ্গে সমানভাবে ভোট পরবর্তী হিংসা মামলার তদন্ত চালিয়ে যাচ্ছে সিবিআই। কোনও ব্যক্তির সঙ্গে বীরভূমে তৃণমূল নেতাদের যোগসুত্র খুঁজে পেলেই তাদের জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। ইতিমধ্যেই এক টোটো চালককে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে সিবিআই। এবার মুর্শিদাবাদের এক আলু ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। ওই আলু ব্যবসায়ীর নাম অষ্টম কুমার ঘোষ। মূলত সাক্ষী হিসেবে তাকে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
সিবিআইয়ে হাজিরা দেওয়ার পর তিনি জানান, গ্ৰামের রাস্তা খারাপের কারণে ফোন করেছিলেন অনুব্রত মণ্ডলকে। আর তার মাস খানেক পরেই মোবাইলে ম্যাসেজের মাধ্যমে সিবিআই দফতরে তলব করা হয় বড়ঞার ওই আলু ব্যবসায়ীকে। জামাই ষষ্ঠীর দিন বড়ঞা ব্লকের কাঁটাডিহি গ্ৰামের বাসিন্দা অষ্টম কুমার ঘোষের বাড়িতে চলছিল উৎসবের আমেজ। আর তার মাঝেই মোবাইলে ম্যাসেজের মাধ্যমে নোটিশ পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।