আর জি কর কাণ্ডের প্রতিবাদে টানা ৪২ ধরে কর্মবিরতির পর কাজে ফিরেছিলেন জুনিয়র ডাক্তাররা। তবে সম্প্রতি সাগর দত্ত মেডিক্যাল কলেজের ঘটনার প্রতিবাদে ফের কর্মবিরতি শুরু করছেন জুনিয়র ডাক্তাররা। আবারও তারা নিরাপত্তার দাবি জানিয়েছেন। ঠিক সেই আবহে এবার চিকিৎসকদের ঘরে ঢুকিয়ে তালাবন্দি করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ উঠল। আর এই অভিযোগ উঠেছে এক বিজেপি বিধায়কের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে সমালোচনায় সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ওন্দা সুপারস্পেশ্যালিটি হাসপাতালে।
আরও পড়ুন: মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘রেট হচ্ছে ২৫ লাখ টাকা, আপনি কোনও ….. ধরে বেরিয়ে যান’
অভিযোগ উঠেছে, ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা চিকিৎসকদের এরকম হুমকি দিয়েছেন। জানা গিয়েছে, সুপার স্পেশ্যালিটি হাসপাতালের বরাত প্রাপ্ত একটি ঠিকা সংস্থার ২৮ জন অস্থায়ী কর্মী নিয়োগকে কেন্দ্র করে বুধবার সকাল থেকে হাসপাতালের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ওই ঠিকা সংস্থার তরফে ২৮ জন অস্থায়ী কর্মী নিয়োগ করা হয়। কিন্তু, অভিযোগ ওঠে যে তৃণমূলের একাংশ বিজেপির সঙ্গে হাত মিলিয়ে নিজেদের লোককে নিয়োগ করছে। এই অভিযোগ তুলে এদিন সকাল থেকেই হাসপাতালে গেটের সামনে বিক্ষোভ দেখায় তৃণমূলেরই কর্মীদের একাংশ।
পাল্টা গোটা ঘটনার জন্য তৃণমূলকে দায়ী করে স্বচ্ছ নিয়োগের দাবিতে ওন্দা চৌরাস্তা মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ করে বিজেপি। তাতে যোগ দেন ওন্দার বিজেপি বিধায়ক। তিনি তৃণমূল ও পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তোলেন। সেই সময় বিক্ষোভ সমাবেশ থেকে বক্তব্য রাখতে গিয়ে ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতাল কর্তৃপক্ষকে কাঠগড়ায় তুলে হুঁশিয়ারি দেন। জানা গিয়েছে, কর্তৃপক্ষকে তিনি হুমকি দিয়ে বলেছেন, স্বচ্ছ নিয়োগ না হলে হাসপাতাল ঘেরাও করা হবে। তারপর চিকিৎসকদের ঘাড় ধরে একটি ঘরে রেখে তালা বন্দি করে রাখা হবে।