
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
উপনির্বাচনে উত্তপ্ত হয়ে উঠল খড়দহ। এখানে ভুয়ো ভোটারের অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী জয় সাহা। তা নিয়ে অনেকদূর জল গড়ায়। একাধিক বুথে ভুয়ো ভোটার ঢোকানো হয়েছে বলে অভিযোগ তাঁর। বিজেপি প্রার্থী জয় সাহার অভিযোগ, বিভিন্ন বুথের সামনে একগুচ্ছ ভোটার কার্ড নিয়ে বসে আছেন কিছু লোকজন। এই অভিযোগের পাশাপাশি গাড়ি থেকে নেমে একজনকে হাতেনাতে ধরেন তিনি।
শনিবার খড়দহ এলাকার মুড়াগাছায় জাল ভোটার ধরতে গাড়ি থেকে নেমে ধাওয়া করেন বিজেপি প্রার্থী। তাঁর দাবি, শশীভূষণ জুনিয়র বেসিক স্কুলে ভোট দিতে আসেন কয়েকজন জাল ভোটার। একজনকে ধরে ফেলেন বলে দাবি তাঁর। সংবাদমাধ্যমের ক্যামেরা দেখে ভয়ে পালাচ্ছিলেন, দাবি অভিযুক্তের। জয় সাহা বলেন, ‘বুথের ১০ মিটারের মধ্যে এত জমায়েত কীভাবে হচ্ছে?’ এই ঘটনায় নির্বাচন কমিশন রিপোর্ট তলব করেছে।
বিজেপি প্রার্থী অভিযোগ করেন, ‘তৃণমূল কংগ্রেস আশ্রিত গুন্ডাবাহিনী জাল ভোটারদেরকে ভোটকেন্দ্রে পাঠিয়েছিল।’ যদিও আজ তাঁকে ভোট কেন্দ্রে গিয়ে গো–ব্যাক স্লোগান শুনতে হয়। তা নিয়ে তেতে ওঠে খড়দহ বিধানসভা কেন্দ্র। এই ঘটনা নিয়েও রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন। বিষয়টি নিয়ে খড়দার বিজেপি প্রার্থী জয় সাহা বলেন, ‘শুধু রিপোর্ট তলব করলেই চলবে না। নির্বাচন কমিশনকে ব্যবস্থাও নিতে হবে। বুথের বাইরে বেআইনি জমায়েতের বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে।’
এই ঘটনায় রহড়া থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তারও অভিযোগ তোলা হয়েছে। উপনির্বাচনের দিন সকালে খড়দহের কল্যাণনগর বিদ্যাপীঠ বুথে সকালে ঢুকতে যান তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। অভিযোগ, তাঁকে বুথে ঢুকতে বাধা দেয় কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন শোভনদেব চট্টোপাধ্যায়। পরে তাঁকে বুথে ঢুকতে দেওয়া হয়।
৳7,777 IPL 2025 Sports Bonus