দীপাবলির প্রাক্কালে এল শোকের খবর। পর্বতারোহণে গিয়ে মৃত্যু হল বাংলার পর্বতারোহীর। এই পর্বতারোহী উত্তর ২৪ পরগনার নিমতার আলিপুরের বাসিন্দা। চলতি মাসের ১১ তারিখ উত্তরাখণ্ডের গিয়া বিনায়ক পাসে তুষারঝড়ের কবলে পড়েন তিনি। আর তার জেরেই মৃত্যু হয় তাঁর। গত ১৯ অক্টোবর তাঁর মৃত্যু হয়েছে বলে পরিবার সূত্রে খবর। এই দুঃসংবাদে কান্নায় ভেঙে পড়েছেন পর্বতারোহীর পরিবারের সদস্যরা। চলছে দেহ ফেরানোর প্রস্তুতি।
ঠিক কী ঘটেছে নিমতার বাসিন্দার? নিমতার আলিপুরের বাসিন্দা নির্মল বিশ্বাস (৪৩)। তিনি ট্রাভেল এজেন্ট হিসাবে কাজ করতেন। আর পর্বতারোহণের প্রবল নেশা ছিল তাঁর। প্রত্যেক বছরই কোথাও না কোথাও গিয়েছিলেন নির্মল। এবার তাঁর জযের লক্ষ্য ছিল উত্তরাখণ্ডের গিয়া বিনায়ক পাস। সেখানে গিয়ে পৌঁছন নির্মলবাবু। কিন্তু গত ১৯ অক্টোবর গিয়া বিনায়ক পাসে প্রবল তুষারঝড় শুরু হয়। আর তাতেই প্রাণ হারান নির্মল বিশ্বাস।
ঠিক কী বলছে পরিবার? নির্মলবাবুর বোন জানান, দু’দিন ধরে দাদার সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছিল না। নেটওয়ার্কের সমস্যা মনে করে অপেক্ষা করছিলেন। যদিও যোগাযোগের চেষ্টা করা হচ্ছিল। তবে শুক্রবার ভুল ভাঙে পরিবারের। টেলিফোনে দাদার মৃত্যু সংবাদ মেলে। নির্মলবাবুর মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন তিনি। দীপাবলির আগেই বিশ্বাস পরিবারে নেমে এল অন্ধকার। এখন গোটা বিশ্বাস পরিবার দেহ ফেরার অপেক্ষায় প্রহর গুনছেন।