একুশে জুলাই শহিদদের স্মরণে কর্মসূচি নিয়েছে যুব কংগ্রেস। আর সেই কর্মসূচিকে ঘিরেই দলের অন্দরে তৈরি হয়েছে বিতর্ক।নদিয়ায় আয়োজিত কর্মসূচিতে দেখা গেল মুর্শিদাবাদের যুব কংগ্রেসের ব্যানার। নেতৃত্বেও রয়েছেন বহরমপুরের প্রাক্তন সাংসদ ও কংগ্রেসের প্রাক্তন প্রদেশ সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। অথচ নদিয়ার জেলা সংগঠনকে সে বিষয়ে কিছুই জানানো হয়নি বলে অভিযোগ। এক জেলার দলীয় নেতৃত্ব কীভাবে অন্য জেলার মাটিতে নিজের মতো কর্মসূচি আয়োজন করছেন তাই নিয়ে উঠেছে প্রশ্ন।
আরও পড়ুন: ‘পুলিশ বাড়ির লোককে জোর করে মুখ্যমন্ত্রীর সভায় নিয়ে যেতে চাইছে’, অভিযোগ অধীরের
এই কর্মসূচি নিয়ে কালীগঞ্জে বোমা বিস্ফোরণে মৃত এক নাবালিকার প্রসঙ্গ টেনে অধীর চৌধুরী 'পলাশী চলো' কর্মসূচির ডাক দিয়েছেন। শহিদদের শ্রদ্ধাজ্ঞাপনকে কেন্দ্র করে এমন স্পষ্ট রাজনৈতিক বার্তা ঘিরে উত্তাপ তো ছিলই, কিন্তু অস্বস্তি বেড়েছে দলীয় নিয়মনীতি ভেঙে এক জেলার কমিটির অন্য জেলায় সভা আয়োজন করায়। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন কালীগঞ্জ উপনির্বাচনের কংগ্রেস প্রার্থী কাবিলউদ্দিন শেখ। তাঁর বক্তব্যে ক্ষোভ স্পষ্ট। নদিয়া জেলা যুব কংগ্রেস সভাপতিদের পাশে না রেখে কেন বহরমপুর থেকে নেতৃত্ব নিয়ে আসা হল? ফেসবুক পোস্টে কাবিলউদ্দিন কটাক্ষ করেন, কংগ্রেস সংবিধানে কোথাও লেখা নেই যে মুর্শিদাবাদের কমিটি এসে নদিয়ায় সভা করবে। নদিয়ার নির্বাচিত নেতৃত্বকেই দায়িত্ব দেওয়া উচিত ছিল। এখানেই থামেননি তিনি। অতীতে অধীরবিরোধী নানা ঘটনার প্রসঙ্গ টেনে আনেন। তাঁর কথায়, ২১ জুলাই কংগ্রেসের কাছে ত্যাগের প্রতীক।