সিঙ্গুরের সমবায় নির্বাচনে ভোট লুট, বুথ দখল থেকে শুরু করে ছাপ্পা ভোটের অভিযোগ উঠল। বহিরাগতদের নিয়ে এসে ভোট লুট করা হয়েছে বলে অভিযোগ। বহিরাগতরা মুখে মাস্ক পরে বুথের সামনে ভিড় করে বলে অভিযোগ। ফলে ভোট দিতে না পেরে ফিরে যেতে হয় অনেককেই। প্রতিবাদে রাস্তা অবরোধ করে সিপিএম। পুলিশের সামনেই অবাধে ভোট লুট চলছে বলে অভিযোগ সিপিএমের। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।
আজ সিঙ্গুরের ছিনামোড় সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচন ছিল। সেই নির্বাচন ঘিরেই অশান্তি তৈরি হয়। বাম সমর্থিত প্রার্থীদের বুথ থেকে জোর করে বের করে দেওয়ার অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে। এদিন সিঙ্গুরের হাকিমপুর তুষ্টু চরণ উচ্চ বিদ্যালয়ে চলে ভোট গ্রহণ। উল্লেখ্য, সিঙ্গুরের ছিনামোড় সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে ৫৭টি আসন রয়েছে। তার নির্বাচন চলছে ৫৭ টি আসনেই। বাম সমর্থিত প্রার্থীরা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। অন্যদিকে, ৫৭ টি আসনের মধ্যে ৫৩ টি আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল। বিজেপি সমর্থিত প্রার্থীরা ১৪ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। এই নির্বাচনে মোট ভোটার হল ১৪০০ জন। অশান্তির খবর পেয়ে ঘটনাস্থলে যান সৃজন ভট্টাচার্য। সমবায় ভোট প্রসঙ্গে তিনি বলেন, ভোট না ভাট হয়েছে। আইনি পদক্ষেপ করা হবে। আদালতে যাব। এই নির্বাচনের নামে প্রহসন হয়েছে। সৃজনের অভিযোগ, ‘বুথের সামনে মুখে মাস্ক পরা বহিরাগতদের ভিড় দেখা গিয়েছে। তারা হিন্দিতে কথা বলছিল। তাদের সহজেই দেখে বোঝা যাচ্ছে তারা বহিরাগত।’