একমঞ্চে প্রতিপক্ষকে আনা না গেলেও একইদিনে রাস্তায় নামার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। ফলে চলতি মাসের শেষ থেকে পঞ্চায়েত নির্বাচনের আগে পর্যন্ত একে অন্যের বিরুদ্ধে তোপ দাগবেন এটাই দস্তুর। আর এই দু’জন প্রতিপক্ষ হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একইদিনে তাঁরা এবার ময়দানে নামছেন। সুতরাং রাজ্য– রাজনীতিতে রসদের অভাব হবে না বলে মনে করা হচ্ছে। যদিও সম্প্রতি মমতা–অমিত টেলিফোনে কথোপকথনের প্রমাণ দিতে না পেরে ব্যাকফুটে গিয়েছেন তিনি।
এদিকে রাজনৈতিক আক্রমণ শানানোর সূচি একই দিনে হতে চলেছে। রাজ্য জুড়ে শুরু হয়েছিল প্রবল দাবদাহ। সেটা এখন আর নেই। আবহাওয়ার পরিবর্তন এসেছে। আবার রাজনৈতিক কর্মসূচি স্থগিত ছিল একমাস ব্যাপী রোজার জন্য। শনিবার ইদ উৎসব মিটে গিয়েছে। তাই যুযুধান দুই প্রতিপক্ষ বাক্যের অস্ত্রে শান দিয়েছেন। এবার তাই শাসক–বিরোধী দুই শিবিরের দুই নেতা আবার রাজনৈতিক মঞ্চে একে–অন্যেকে বুঝে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাছাড়া সামনে পঞ্চায়েত নির্বাচন। তাই আগামী মঙ্গলবার থেকেই নিজেদের রাজনৈতিক কর্মসূচি শুরু করবেন শুভেন্দু–অভিষেক। অভিষেকের কর্মসূচি আগে থেকেই ঘোষণা হয়েছিল। তিনি জনসংযোগ যাত্রায় বেরিয়ে গ্রামে যাবেন এবং মানুষের সঙ্গে কথা বলবেন। তারপর সভা করে বিজেপিকে কাঠগড়ায় তুলবেন বলে জানা গিয়েছে।
অন্যদিকে আগামী ২৫ এপ্রিল থেকে ‘জনসংযোগ যাত্রা’ শুরু করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের কোচবিহারের দিনহাটা থেকে তা শুরু হবে। আর ৬০ দিন ধরে তা চলবে। যা সাগরে এসে শেষ হবে। সুতরাং এইসব সভা থেকে উঠবে বিজেপির বিরুদ্ধে একের পর এক নয়া তথ্য। তাই কর্মসূচি শুরুর ক্ষেত্রে আর দেরি হোক তা চায় না তৃণমূল কংগ্রেস। সেইভাবে সমস্ত পরিকল্পনা সাজানো হয়েছে। হাতে আর একদিন। তারপরই পথে নামবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।