স্ত্রীর সামনে থেকেই স্বামীকে বাঘে তুলে নিয়ে গেল। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সুন্দরবন এলাকায়। আজ, মঙ্গলবার সকালে এই ঘটনাই ঘটেছে সুন্দরবনের ঝিলা ৪ নম্বর জঙ্গলের গোলভক্সা খালে। এখানে জীবিকা নির্বাহ করতে কাঁকড়া ধরে সংসার চালান মৎস্যজীবীরা। সেখানে এই কাজ করতে গিয়ে স্ত্রীর চোখের সামনে থেকে মৎস্যজীবীকে গভীর জঙ্গলে টেনে নিয়ে গেল বাঘ। এই ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন মৎস্যজীবীর পরিবারের সদস্যরা।
ঠিক কী ঘটেছে সুন্দরবনে? স্থানীয় সূত্রে খবর, নিখোঁজ এই মৎস্যজীবীর নাম শিবপদ সরকার (৫৫)। আজ, মঙ্গলবার ভোর সাড়ে ৪টে নাগাদ স্ত্রী সুচিত্রা সরকার এবং এক সঙ্গী শশাঙ্ক মণ্ডলকে নিয়ে শিবপদ সরকার গোসাবার লাহিড়ীপুরের চরঘেরি গ্রাম থেকে রওনা দিয়েছিলেন মাছ–কাঁকড়া ধরার জন্য। সকাল ৬টা নাগাদ যখন তাঁরা নদীর জঙ্গলে নেমে কাঁকড়া ধরছিলেন তখনই একটি বাঘ আচমকা শিবপদর উপর ঝাঁপিয়ে পড়ে। আর স্ত্রীর চোখের সামনে থেকে তাঁকে টেনে নিয়ে যায় গভীর জঙ্গলে। চেষ্টা করেও মৎস্যজীবীকে উদ্ধার করতে পারা যায়নি।
তারপর সেখানে কী ঘটল? এই ঘটনা চাক্ষুস করে শিবপদ সরকারের স্ত্রী খবর দেন বনকর্মীদের। শিবপদকে বনকর্মীরা খোঁজার চেষ্টা করছে। এই খবর দেওয়া হয় বাকি মৎস্যজীবীদের। তাঁরাও বনকর্মীদের সঙ্গে খুঁজতে শুরু করেন। তবে এখনও পর্যন্ত খোঁজ মেলেনি বলে জানা গিয়েছে। বনদফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, শিবপদের খোঁজ চলছে। গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।