গরু চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে খুন করার অভিযোগ। উঠল ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির রাজগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার কুকুরযান অঞ্চলের বড়ুয়াপাড়ায়। গতকাল রাতে এলাকায় বেশ কয়েকজনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাদের মধ্যে একজনকে ধরে ফেলে গণপিটুনি দেন এলাকাবাসীরা। তাতেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনার পরেই তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয়দের দাবি, গতকাল রাতে কয়েকজন একটি বাড়িতে ঢুকে পড়েছিল। এরপর ওই বাড়ির লোকেরা টের পেতেই তারা সেখান থেকে পালিয়ে যায়। এদের মধ্যে একজন স্থানীয় চা বাগানে লুকিয়ে পড়ে। পরে চা বাগান থেকে ওই তাকে খুঁজে বার করেন স্থানীয়রা। এরপরেই চলে গণপিটুনি। স্থানীয়দের অভিযোগ, গরু চুরি করার জন্যই তারা রাতের অন্ধকারে ওই বাড়িতে এসেছিল। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।