বুধবার রাতে গাড়িটি রায়গঞ্জের দিকে যাচ্ছিল। সেই সময় ওই বাসস্ট্যান্ড এলাকায় দ্রুত গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি প্রথমে একটি পিকআপ ভ্যানকে ধাক্কা মারে, এরপর পিকআপ ভ্যানটি উলটে যাত্রীরা আহত হন। এরপর লরিটি সামনে থাকা একটি স্করপিও গাড়িকে ধাক্কা মেরে ভিড়ে ঠাসা জাতীয় সড়কে উলটে যায়।
উত্তর দিনাজপুরে পথ দুর্ঘটনা। প্রতীকী ছবি
ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় মৃত্যু হল সিভিক ভলান্টিয়ার সহ ৪ জনের। নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভুট্টা বোঝাই লরি পরপর দুটি চলন্ত গাড়িকে ধাক্কা মারে। এরপর লরিটি একটি বাসস্ট্যান্ডের কাছে উলটে যায়। তাতে লরির চাকা ও তলায় চাপা পড়ে চারজন মারা যান। এছাড়াও, কমপক্ষে ২২ জন আহত হয়েছেন। বুধবার গভীর রাতে এমনই ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে উত্তর দিনাজপুরের করণদিঘির টুঙ্গিদিঘি বাসষ্ট্যান্ড এলাকার ১২ নম্বর (পুরনো ৩৪ নম্বর) জাতীয় সড়কে। মৃত সিভিক ভলান্টিয়ারের নাম মহম্মদ মহিবুল হক (২৭) । এছাড়া প্রদীপ সিংহ (২৬) নামে আরও এক মৃতের নাম জানা গিয়েছে। বাকি মৃতদের নাম জানার চেষ্টা করা হচ্ছে।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে গাড়িটি রায়গঞ্জের দিকে যাচ্ছিল। সেই সময় ওই বাসস্ট্যান্ড এলাকায় দ্রুত গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি প্রথমে একটি পিকআপ ভ্যানকে ধাক্কা মারে, এরপর পিকআপ ভ্যানটি উলটে যাত্রীরা আহত হন। এরপর লরিটি সামনে থাকা একটি স্করপিও গাড়িকে ধাক্কা মেরে ভিড়ে ঠাসা জাতীয় সড়কে উলটে যায়। সেখানে কর্তব্যরত অবস্থায় গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় সিভিক ভলান্টিয়ারসহ ৪ জনের। ২২ জন আহতের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উদ্ধার করা হয় লরির নিচ থেকে। রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। বাকিদের করণদিঘি ব্লক হাসপাতালে চিকিৎসা চলছে। এক সাইকেল আরোহীও জখম হয়েছেন।
আহতদের মধ্যে আরও যারা রয়েছেন তাদের নাম হল রক্তিম সরকার, হরিপদ মণ্ডল, সন্তোষ শর্মা, ইন্দ্রজিৎ পাল প্রমুখ। এই দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ রাস্তায় যানজট দেখা যায়। পরে দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলিকে সরানো হলে যান চলাচল স্বাভাবিক হয়। অন্যদিকে, দুর্ঘটনাকে কেন্দ্র করে ভিড় জমে হাসপাতালে। আহত , নিহতদের স্বজনরা হাসপাতালে পৌঁছন। দুর্ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী, দমকল ও বিপর্যয় মোকাবেলা দল সেখানে পৌঁছয়। লরির নিচ থেকে তাদের দেহ উদ্ধার করে ময়নতদন্তের জন্য পাঠানো হয়।