বুধদেব উদিত হওয়ায় আজ থেকেই প্রবল অর্থলাভ হবে কোন ৩ রাশির? মিলবে অপার সাফল্য
1 মিনিটে পড়ুন Updated: 11 Jul 2023, 09:26 AM ISTAyan Das
Zodiacs with money luck: জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, কখনও কোনও গ্রহ অস্ত যান, কোনও গ্রহ আবার উদিত হয়ে থাকেন। সেরকমভাবেই আজ উদিত হচ্ছেন বুধ। যে গ্রহকে জ্যোতিষশাস্ত্রে গ্রহের রাজকুমার হিসেবে বিবেচনা করা হয়। বুধ উদিত হওয়ার ফলে কয়েকটি রাশির জাতকদের ধনপ্রাপ্তি হবে।
আজ বুধ উদিত হচ্ছেন।
আজ (মঙ্গলবার) উদিত হচ্ছেন গ্রহের রাজকুমার বুধ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বুধদেব উদিত হওয়ার ফলে কয়েকটি রাশির জাতকরা অত্যন্ত শুভ ফল লাভ করবেন। ওই রাশির জাতকদের একেবারে আকস্মিক অর্থলাভ হবে। কেরিয়ারেও উন্নতি হবে ওই চারটি রাশির জাতকদের। বুধ উদিত হওয়ার ফলে কোন চারটি রাশির জাতকদের আর্থিক উন্নতি হবে, কেরিয়ারে সাফল্যের যোগ তৈরি হবে, তা তৈরি হবে, তা দেখে নিন।
মিথুন রাশি- গ্রহের রাজকুমারবুধ উদিত হওয়ার ফলে মিথুন রাশির জাতকরা কোনও শুভ খবর পাবেন। মিথুন রাশির যে স্থানে বুধগ্রহ উদিত হচ্ছেন, তাতে ধনপ্রাপ্তির নয়া দিগন্ত উন্মোচিত হবে। আকস্মিক ধনপ্রাপ্তি হবে মিথুন রাশির জাতকদের। প্রেমজীবন অত্যন্ত অনুকূল থাকবে। কাউকে যদি প্রেমের প্রস্তাব দিতে চান, তাঁকে দিতে পারেন। অনুকূল উত্তর পাওয়ার সম্ভাবনা আছে। এমনকী ক্রাশও আপনার প্রতি টান অনুভব করতে পারেন। প্রেমের সম্পর্ক গড়ে উঠবে। দাম্পত্য জীবনেও প্রেমের বাঁধন মজবুত হবে। দাম্পত্য জীবনে আরও বেশি টান অনুভব করবেন। বুধ উদিত হওয়ার ফলে এখন অনুকূল সময় কাটবে।