গত ২৩ জুলাই শুক্র বক্রী অবস্থায় ছিলেন। আর আসন্ন ৪ সেপ্টেম্বর থেকে শুক্র মার্গী অবস্থান নেবেন। ফলে একাধিক রাশির জাতক জাতিকাদের শুক্র তার শুভ প্রভাবে ভরিয়ে দেবেন। ৩ রাশির জাতক জাতিকাদের এরফলে ব্যাপক লাভ হতে পারে। দেখে নেওয়া যাক, কাদের ভাগ্যে আসতে চলেছে সেই সুখ।