বাস্তুশাস্ত্র মেনে অনেকেই স্টাডি রুম বা পড়ার কক্ষ তৈরি করে নেন। কিন্তু পড়ার টেবিলে কী রাখা উচিত এবং কী রাখা উচিত, সে বিষয়ে বাস্তু শাস্ত্রের নিয়ম মেনে চলে কী? বাস্তুশাস্ত্র মতে, এমন ১০টি বস্তু আছে, যার কোনও একটি বা একাধিক সংখ্যক বস্তু পড়ার টেবিলে রাখলে উন্নতির পথে বাধা সৃষ্টি করে। স্টাডি রুম ও বাস্তুশাস্ত্রপূর্ব, ঈশান, উত্তর, বায়ব্য, পশ্চিম ও নৈঋত্য কোণে স্টাডি রুম বানাতে পারেন। এর মধ্যে পূর্ব, উত্তর ও বায়ব্য শ্রেষ্ঠ।এই কক্ষের ঈশান কোণ খালি থাকা উচিত।দক্ষিণ বা পশ্চিম দিকের দেওয়ালের সঙ্গে লাগিয়ে চেয়ার রাখা উচিত এবং তার সামনে টেবিল রাখুন। যাতে সেখানে বসলে আপনার মুখ উত্তর বা পূর্ব দিকে থাকে। বাড়ির উত্তর দিকে মুখ থাকলে বেশি ভালো।পিঠের পিছনে দরজা বা জানালা যাতে না-থাকে।কক্ষের উত্তর দেওয়ালে ছবি লাগাতে পারেন। সরস্বতী বা বেদব্যাসের ছবি লাগাতে পারেন অধ্যয়ন কক্ষে। আবার টিয়া পাখির ছবি অবশ্যই লাগাবেন। এরফলে পড়াশোনায় একাগ্রতা বাড়বে।পড়ার কক্ষের দেওয়ালের রঙ সাদা, গোলাপী বা ক্রিম হওয়া উচিত। গাঢ় রঙ ব্যবহার করবেন না।বাচ্চাদের পড়ার কক্ষটিকে সুন্দর ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন। চার কোণই পরিষ্কার রাখবেন। বিশেষত ঈশান, উত্তর ও বায়ব্য কোণ।দক্ষিণ ও পশ্চিম দিক খালি বা হাল্কা রাখলে কেরিয়ারে স্থায়িত্ব থাকে না। তাই এই দিক দুটিকে খালি রাখতে নেই।পড়ার টেবিল থেকে এখনই সরিয়ে দিন ১০টি জিনিস১. কাঁচ বা আয়না২. সূচ, কাঁচি৩. ইলেকট্রনিক জিনিস৪. অ্যালবাম, ফিল্মের পোস্টার৫. সিডি প্লেয়ার, ভিডিও গেম৬. পুরনো খবরের কাগজ৭. খাবারের প্লেট৮. নেতিবাচক চারা গাছ৯. অ্যান্টিক স্ট্যাচু১০. অপ্রয়োজনীয় বই-খাতাউল্লেখ্য, স্টাডি টেবিলে পড়াশোনার সঙ্গে সম্পর্কযুক্ত জিনিসই রাখা উচিত। এই টেবিলের অধিকাংশ অংশ খালি থাকা বাঞ্ছনীয়।