শনির বক্র দৃষ্টির কারণে সকলে ভয়ভীত থাকেন। এর ফলে ব্যক্তিকে নানান সমস্যার সম্মুখীন হতে হয়। বর্তমানে শনি বক্রি অবস্থায় রয়েছেন। মিথুন, তুলা, ধনু, মকর, কুম্ভ রাশির জাতকদের জীবনে শনির বক্রি দশা অশুভ প্রভাব ফেলছে। এই রাশির জাতকরা নানান সমস্যার সম্মুখীন হতে পারেন। ১১ অক্টোবর পর্যন্ত বক্রিদশায় থাকবেন শনি। জ্যোতিষ গণনা অনুযায়ী ১১ অক্টোবর পর্যন্ত এই রাশির জাতকদের বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। মিথুন, তুলা, ধনু, মকর ও কুম্ভ রাশির জাতকদের সময় কেমন থাকবে জেনে নিন—মিথুনমিথুন রাশির জাতকদের ওপর শনির আড়াইয়ের প্রকোপ চলছে। এর ফলে মিথুন রাশির জাতকদের ওপর শনির অশুভ প্রভাব বাড়তে পারে।১১ অক্টোবর পর্যন্ত মিথুন রাশির জাতকদের আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে।এ সময় ভেবেচিন্তে অর্থ ব্যয় করুন।তুলাএই রাশির ওপরও শনির আড়াইয়ের প্রকোপ চলছে। ১১ অক্টোবর পর্যন্ত তুলা রাশির জাতকদের একাধিক সমস্যার সম্মুখীন হতে হবে।আর্থিক পরিস্থিতি দুর্বল থাকবে।এ সময় মানসিক অবসাদের সম্মুখীন হবেন।ধনুএই রাশির জাতকরা শনির সাড়েসাতির প্রভাবে রয়েছেন।১১ অক্টোবর পর্যন্ত নানান সমস্যায় ঘিরে থাকবেন এই রাশির জাতকরা।স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে।বাদ-বিবাদ থেকে দূরে থাকুন।মকরএ সময় শনির সাড়েসাতির প্রভাব চলছে মকর রাশির জাতকদের ওপর।সমস্যায় পড়বেন এই রাশির জাতকরা।স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে।চাকরি ও ব্যবসায় ক্ষতি হতে পারে।কুম্ভশনির সাড়েসাতির প্রথম পর্যায় চলছে এই রাশির জাতকদের জীবনে।১১ অক্টোবর পর্যন্ত অধিক পরিশ্রম করতে হবে।এমনকি স্বাস্থ্য সমস্যাও দেখা দিতে পারে।