Ulta Rath 2025: উল্টোরথের দিন স্বপ্নে জগন্নাথদেবকে দেখা এই ঘটনার ইঙ্গিত, জীবনে আসতে বড় বদল Updated: 05 Jul 2025, 07:00 PM IST Sanket Dhar Jagannath Dev In Dream: উল্টোরথের দিন স্বপ্নে জগন্নাথদেবকে দেখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। রথযাত্রা এবং উল্টোরথ, উভয়ই ভগবান জগন্নাথের বিশেষ উৎসব। এই সময়ে তাঁকে স্বপ্নে দেখা আধ্যাত্মিক এবং জাগতিক উভয় দিক থেকেই ইতিবাচক ইঙ্গিত বহন করে।