আগামিকাল (বুধবার) মহালয়া। শুরু হবে দেবীপক্ষ। সকাল থেকেই শুরু হবে দেবী দুর্গার আগমনের দিন গোনার পালা। সেই দেবীপক্ষের দিন কোন কোন রাশির জাতকদের হাতে আচমকা টাকা আসতে পারে, সুখবর মিলতে পারে, দেখে নিন একনজরে -মেষ রাশি মানসিক শান্তি লাভের চেষ্টা করুন। মন খারাপ হতে পারে। পারিবারিক জীবন কিছুটা কঠিন হতে পারে। আটকে থাকা টাকা মিলবে। ধর্মের প্রতি শ্রদ্ধা বাড়বে। গাড়ি সংক্রান্ত আনন্দ পাবেন। শিক্ষা সংক্রান্ত কাজে সাফল্য পাবেন। অপ্রয়োজনীয় খরচ হবে। তবে হাতে টাকা আসতে পারে।সিংহ রাশিমন অস্থির থাকবে। কথার বলার সময় ধৈর্য ধরুন। রাজনীতিবিদের সঙ্গে দেখা করতে পারেন। সুস্বাদু খাবারের প্রতি আগ্রহ থাকবে। টাকা উপার্জনের নয়া পথ খুলে যেতে পারে। গাড়ি পেতে পারেন। আত্মবিশ্বাস কমে যাবে। মানসিকভাবে উত্তেজিত থাকবেন। আবেগ নিয়ন্ত্রণে রাখুন।কর্কট রাশিপড়াশোনায় মনোযোগ থাকবে। পারিবারিক জীবন সুখী হবে। সন্তানের স্বাস্থ্যের যত্ন নিন। একজন মহিলার থেকে টাকা পাওয়া যেতে পারে। শিক্ষা সংক্রান্ত কাজে ব্যস্ততা বাড়বে। অনেক পরিশ্রম হবে। পরিবারের সঙ্গে তীর্থযাত্রায় যেতে পারেন।মকর রাশিপরিবারের সমর্থন পাবেন। বন্ধু আসতে পারেন। শিক্ষা সংক্রান্ত কাজে সাফল্য মিলবে। ধৈর্য বাড়বে। চাকরির জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং ইন্টারভিউয়ের ক্ষেত্রে ভালো খবর পারেন। ঘুরতে যেতে পারেন।মীন রাশিআত্মবিশ্বাসের অভাব থাকবে। আত্মনির্ভরশীল হোন। ধৈর্য ধরুন। পরিবারের সমর্থন পাবে। টাকা পাওয়া যাবে। আয় বৃদ্ধি পাবে। আয়ের উৎস হয়ে উঠতে পারে সম্পত্তি। ভাইয়ের সমর্থন পাবেন।