দৃক পঞ্চাঙ্গ অনুসারে ২০২৪ সালের ১৫ ডিসেম্বর ৯ টা ৫৬ মিনিটে ধনুতে গোচর করবেন সূর্য। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে পাবেন।
সূর্যের গোচারে লাভ পেতে চলেছেন একাধিক রাশির জাতক জাতিকারা।
জ্যোতিষশাস্ত্র অনুসারে, সূর্য এক নিশ্চিত সময় পর পর নিজের অবস্থান পাল্টায়। তারফলে বহু রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে পান। সূর্য প্রতি মাসেই রাশি পরিবর্তন করে থাকে। তার প্রভাব দেশ দুনিয়াতেও পড়ে। বর্তমানে সূর্য বৃশ্চিক রাশিতে বিরাজমান। আসন্ন সময়ে সূর্য প্রবেশ করবে ধনু রাশিতে। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। কিছু রাশির জাতক জাতিকারা এরফলে লাভ পাবেন। দেখা যাক, কারা কারা লাভ পাবেন।
কবে রয়েছে সূর্যের গোচর:-দৃক পঞ্চাঙ্গ অনুসারে ২০২৪ সালের ১৫ ডিসেম্বর ৯ টা ৫৬ মিনিটে ধনুতে গোচর করবেন সূর্য। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে পাবেন। এই সময়কালে কারা কারা সৌভাগ্য পাবেন, দেখে নিন।
মেষ
এই রাশিতে সূর্য নবমভাবে রয়েছে। এই সময় আধ্যাত্মের দিকে ঝোঁক বাড়বে। কোনও ধার্মিক যাত্রায় যেতে পারেন। কেরিয়ারের দিক থেকে দারুন লাভ পেতে পারেন। কাজের সূত্রে কোথাও যেতে পারেন। এতে আপনার লাভ হবে। ব্যবসায় লাভ হবে। আর্থিক পরিস্থিতি ভালো হবে। ভাগ্যের সহযোগিতা পাবেন। সব কাজে সৌভাগ্য পাবেন। টাকা সঞ্চয় করতে পারবেন। প্রেম জীবন ভালো থাকবে। পার্টনারের সঙ্গে ভালো সময় কাটবে।