জ্যোতিষশাস্ত্রে সূর্যদেব আত্মবিশ্বাস, মান সম্মান, প্রতিষ্ঠার কারক বলে পরিগণিত হন। আর গ্রহদের রাজা এই সূর্যের চাল বদলের ফলেই একাধিক রাশির জাতক জাতিকার জীবনে নানান ধরণের পরিবর্তন আসে। অন্যদিকে, কেতু হলেন, আধ্যাত্ম বৈরাগ্য, মোক্ষের কারক। ফলত যখনই দুটি গ্রহ একত্রিত হন, তখনই কিছু না কিছু ঘটে যায়। আর বহু রাশির জাতক জাতিকার জীবনে শুরু হয়ে যায় সুসময়। অনেকের ভাগ্যেই আসে হঠাৎ করে টাকা। শুরু হয় ভাগ্যোদয়ের যোগ। দেখা যাক, আসন্ন সময়ে সূর্যদেব আর কেতুদেবের যুতির ফলে কোন কোন রাশি সুখের মুখ দেখতে চলেছে।বৃষএই যুতি আপনাদের জন্য খুবই ইতিবাচক প্রমাণিত হতে পারে। এই যুতি আপনার গোচর কুণ্ডলীতে সুখের স্থানে থাকতে পারে। আপনি এই সময় পার্থিব নানান সুখ পেতে পারেন। এই সময় কোনও গাড়ি বা বাড়ি কিনতে পারেন আপনি। এই সময় পেতে পারেন পৈতৃক সম্পত্তি। চাকরিরতরা এই সময় ভালো কোনও অবস্থানে যেতে পারেন। কোনও রচনাত্মত বা ভালো কোনও ডিল পেতে পারেন। আপনার সামাজিক ছবি এতটাই ভালো হবে যে, আপনার শত্রুরাও পিছনে হঠে যাবেন। আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে।কর্কটসূর্য আর কেতুর সংযোগ তৈরির ফলে কর্কট রাশির জাতক জাতিকাদের সময় ভালো কাটবে। এই সময় আপনার ব্যক্তিত্ব আগের থেকে ভালো জায়গায় থাকবে। ব্যক্তিত্বে আলাদা একটা চমক আসবে। আপনার সংযোগের স্কিল ভালোর দিকে যাবে। যার ফলে লোকজন ইমপ্রেস হয়ে যাবেন। হঠাৎ করে ধনলাভ হতে পারে। আর্থিক পরিস্থিতি ভালোর দিকে যাবে। কোনও পুরনো বিনিয়োগ বা জমি বাড়ি থেকে লাভ পেতে পারেন। এই সময় আপনার ইচ্ছার পূর্তি হবে ভালো।বৃশ্চিকএই সময় আপনি ভাগ্যের জোরালো সঙ্গত পাবেন। সব কাজে পাশে পাবেন ভাগ্যকে। এই সময় দেশ বিদেশে কোথাও বেড়াতে যেতে পারবেন। এই সময় আপনার রুচি, ধর্মকর্মের, দিক থেকে কাজ ভালোর দিকে যাবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে ছাত্ররা অংশ নিচ্ছেন, তাঁরা কোনও ভালো লাভ পেতে পারেন। পরীক্ষায় আসতে পারে ভালো ফলাফল। পুরনো বিনিয়োগ,বা অজানা কোনও জায়গা থেকে টাকা পেতে পারেন। কোনও ভেবে রাখা প্রকল্প থেকে পেতে পারেন লাভ। (এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)