বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে ১ মাসের ব্যবধানে দ্বিতীয় রাশি পরিবর্তন হতে চলেছে সূর্যের। আর গ্রহদের মধ্যে রাজা সূর্যের এই গোচরের ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখে থাকেন। কাদের ভাগ্য খুলতে চলেছে? তার হদিশ দিচ্ছে জ্যোতিষমতে রাশিফল। কবে রয়েছে সূর্যের গোচর? তা জানার আগে দেখে নিন সূর্যের গোচরের ফলে লাভ পাবেন কারা?
ধনু
এই সময় আপনার ভাগ্যোদয়ের যোগ রয়েছে। সূর্যদেব আপনার রাশিতে ভাগ্যস্থানে সঞ্চরণ করবেন। যদি আপনি বিদেশে যাওয়ার পরিকল্পনা করে থাকেন, তাহলে এই সময় ভাগ্যের সহযোগিতা পাবেন। আপনার উদ্যোগগুলি সাফল্য পাবে। কোনও ধার্মিক বা মাঙ্গলিক কাজে অংশ নিতে পারবেন। কেরিয়ারের দিক থেকে আপনার খুবই ভালো প্রগতি হবে। যার ফলে আপনার পেশাগত জীবন আগের থেকে ভালোর দিকে যাবে। আপনার সৎ চেষ্টা আর পরিশ্রম আপনার বসের পছন্দ হবে। আপনি কার্যস্থলে বেতন বৃদ্ধির যোগ দেখতে পাবেন। পদোন্নতি দেখতে পাবেন। প্রতিযোগিতামূলক ছাত্ররা পরীক্ষায় সাফল্য পাবেন।
( জম্মু দিয়ে সশস্ত্র জইশ জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা! অ্যাকশনে সেনা, ধৃত পাক গাইড)
মেষ
সূর্যদেব আপনার রাশিতে পঞ্চমভাবে রয়েছেন। সন্তানের চাকরির জন্য যদি খুব চিন্তিত থাকেন, তাহলে টেনশনের দিন শেষ। এবার সন্তান পেতে পারেন চাকরি। সন্তান সম্পর্কিত কোনও ভালো খবর পেতে পারেন। সূর্যের গোচর ইতিবাচক হতে পারে। আপনার চেষ্টা সফল হবে। এই সময় আকস্মিক ধনলাভ হবে।