Shukradev Uday Astrology: কৃপা করবেন স্বয়ং শুক্র! চাকরি, ব্যবসায় তুলকালাম উন্নতি ৩ রাশির
1 মিনিটে পড়ুন Updated: 30 Dec 2024, 03:39 PM ISTশুক্র নিজের উচ্চ রাশি মীনে উদয়ের ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পাবেন।
শুক্র নিজের উচ্চ রাশি মীনে উদয়ের ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পাবেন।
বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে শুক্রের মীন রাশিতে উদয়ের ফলে বহু রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে শুরু করবেন। জ্যোতিষশাস্ত্র মতে, আগামী সময়ে শুক্র নিজের উচ্চ রাশি মীনে উদয় হবেন। আর শুক্রের মাহাত্ম্য রাশিফলে আগের থেকেই রয়েছে। শুক্র নিজের উচ্চ রাশি মীনে উদয়ের ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পাবেন। তবে কিছু রাশির জাতকরা এমনও রয়েছেন, যাঁদের ওপর শুক্রের কুপ্রভাব পড়তে পারে। দেখা যাক, লাকিদের লিস্ট। কবে রয়েছে শুক্রের উদয়, সেটাও দেখা যাক।
মীন
আপনার লগ্নভাবে উদিত হবেন শুক্র। এই সময় আপনার আত্মবিশ্বাস হু হু করে বাড়বে। আপনার ব্যক্তিত্বে আগের থেকে বাড়বে উজ্জ্বলতা। জীবনসঙ্গীর সঙ্গে আপনার ভালো সম্পর্ক তৈরি হবে। পরিবারের বাকি সদস্যদের সঙ্গে আপনার সম্পর্ক আগের থেকে ভালো হবে। নতুন চাকরির সুযোগ পাবেন। আগে কোনও বিনিয়োগ থাকলে, তা থেকে লাভ পাবেন।
( আরও পড়ুন- Pakistan Vs Afghan: পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ধুন্ধুমার সংঘাত! পাক সেনার সঙ্গে তালিবানের গুলির লড়াইতে পারদ চড়ছে)
বৃষ
আপনার গোচর কুণ্ডলীতে শুক্র উদিত হবেন, আয় আর লাভের স্থানে। এরফলে আপনার আয়ে এই সময় ব্যাপক উন্নতি হবে। আয়ের নতুন নতুন মাধ্যম তৈরি হবে। পরিবারের সঙ্গে এই সময় বেশি সময় কাটাতে পারবেন। যাঁরা চাকরি বদল করতে চান, তাঁরা এই সময় বদলাতে পারেন। কোনও একটি বিনিয়োগ থেকে হবে লাভ। শেয়ার বাজার বা সাট্টা বাজারে কোনও আগের বিনিয়োগ থাকলে, পাবেন লাভ।