Lucky Zodiacs in Christmas: অর্থের জোয়ারের সহ বাড়ি, জমি কেনার যোগ! ডিসেম্বরের শেষে লাকি বৃষ ছাড়াও বহু রাশি Updated: 12 Dec 2023, 04:00 PM IST Sritama Mitra শুক্র তার স্বরাশি তুলা থেকে বেরিয়ে বৃশ্চিকে প্রবেশ করবে ২৫ ডিসেম্বর। যার ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। এরফলে বহু রাশির জাতক জাতিকাদের জীবনে ধন ঐশ্বর্য ভরে উঠবে। দেখে নেওয়া যাক, কারা কারা লাভের মুখ দেখবেন।