বৈদিক জ্যোতিষশাস্ত্রের দিক থেকে শনিদেবকে অধিক প্রভাবশালী বলে মনে করা হয়। শনিদেব এই সময় নিশ্চিত সময়ের পর পর নিজের রাশি পরিবর্তন করে থাকেন। শনিদেব নিজের জাতক জাতিকাদের নিজের কর্মের হিসাব দিয়ে থাকেন। শনিদেব একটি রাশিতে প্রায় আড়াই বছর থাকেন। আর এই শনিদেব এবার ২০২৭ সাল পর্যন্ত মীন রাশিতে অবস্থিত থাকতে চলেছেন।
বৃষ
আত্মবিশ্বাস হু হু করে বাড়বে। তারফলে আপনার ব্যক্তিত্বে প্রভাব পড়বে। আর তা ভালো প্রভাব নিয়ে আসবে। আটকে থাকা টাকা হাতে পাবেন। বাড়িতে চলা সমস্যা থেকে পাবেন মুক্তি। পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক আগের থেকে ভালোর দিকে যাবে। আপনি সকল দিক থেকে সফল হতে পারেন। চাকরিতদের খুব লাভ হবে। আপনি লক্ষ্য প্রাপ্তিতে সফল হবেন। চাকরিতে পদোন্নতির যোগ তৈরি হবে। ব্যবসায় ভালো লাভ পাবেন। দীর্ঘ কোনও যাত্রার মাধ্যমে ভালো টাকা রোজগার করতে পারবেন।
কর্কট
এই রাশির নবমভাবে শনিদেব, আর একাদশভাবে সূর্য থাকতে চলেছেন। আপনার বহু ইচ্ছা পূরণ হবে। সম্পর্ক আগের থেকে ভালো হবে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে। দ্রুত বৃদ্ধি হবে ধন সম্পত্তিতে। দীর্ঘকালীন বিনিয়োগ করা লাভদায়ক হবে। ব্যবসাতেও লাভ পাবেন। কাজে আসা বাধা দূর হবে। জীবনসঙ্গীর সঙ্গে ভালো সময় কাটবে। নিজেদের মধ্যে সম্পর্কের মাধুর্য থাকবে। কোনও ভুল বোঝাবুঝির শিকার হলে, তা থেকে পাবেন মুক্তি। আমদানিও ভালোই হবে!
( জুন ২০২৫-এ রথযাত্রা, ইদের মাসে ব্যাঙ্ক বন্ধ থাকবে কতদিন? রইল ছুটির তারিখের লিস্ট)
( কেতু একা নন, সঙ্গী এবার সূর্য! দুই গ্রহের কৃপায় পকেট ফুলবে অনেকের, লাকি কারা?)
মকর
এই রাশির পঞ্চমভাবে সূর্যদেব আর তৃতীয়ভাবে শনিদেব বিরাজ করবেন। এরফলে এই রাশির জাতক জাতিকারা সব ক্ষেত্রে পাবেন লাভ। পরিবারের সঙ্গে ভালো সময় কাটতে চলেছে। আপনার জীবনে নানান রকমের খুশি আনন্দ আসতে চলেছে। ছাত্রদের জন্য় এই সময় অনুকূল হবে। ছাত্রদের একাগ্রতা বাড়বে, নতুন নতুন জিনিস শিখতে পারবেন। কাজের সূত্রে কোথাও যেতে পারেন। এতে আপনার লাভ হবে। ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালোর দিকে যাবে। বাবার সঙ্গে সময় ভালো কাটবে।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)
কবে রয়েছে এই যোগ?
৩ জুন, ভোর ৩টে ৩১ মিনিটে সূর্য আর শনিদেব ৭২ ডিগ্রি কোণে অবস্থান করবেন। তারফলে তৈরি হবে পঞ্চক যোগ। এই যোগের নির্মাণের ফলে দুটি গ্রহ কিছু রাশির ওপর সুপ্রভাব পেলতে আরম্ভ করবেন। একটি গ্রহ অন্যটির সঙ্গে ৭২ ডিগ্রি কোণ করে থাকবেন। ফলত, দুটি গ্রহ একে অপরকে ইতিবাচক উৎসাহ প্রদান করছেন।