বাংলা নিউজ > ভাগ্যলিপি - Ajker Rashifal > Shani Rahu Yuti Astrology: কর্মফলদাতা শনির সঙ্গে যুতি গড়বেন মায়াবী গ্রহ রাহু! তুলকালাম উন্নতি হতে পারে এই ৩ রাশির
পরবর্তী খবর
Shani Rahu Yuti Astrology: কর্মফলদাতা শনির সঙ্গে যুতি গড়বেন মায়াবী গ্রহ রাহু! তুলকালাম উন্নতি হতে পারে এই ৩ রাশির
এই শনিদেব আর মায়াবী গ্রহ রাহু তৈরি করতে চলেছেন যুতি। এই যুতির ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। দেখা যাক, কাদের ভাগ্য খুলতে চলেছে।
শনিদেবের সঙ্গে রাহুর যুতিতে অপার লাভ আসতে পারে বহু রাশির।
জ্যোতিষশাস্ত্রমতে শনিদেবের যেমন গুরুত্ব রয়েছে তেমনই গুরুত্ব রয়েছে রাহুর। এই শনিদেব আর রাহুর অবস্থান যাঁদের কোষ্ঠীতে ইতিবাচক জায়গায় থাকে, তাঁদের ভাগ্যে উন্নতি রোখা মুশকিল! এবার এই শনিদেব আর মায়াবী গ্রহ রাহু তৈরি করতে চলেছেন যুতি। এই যুতির ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। দেখা যাক, কাদের ভাগ্য খুলতে চলেছে।
মিথুন
রাহু আর শনির সংযোগ আপনাদের জন্য খুবই তাৎপর্যপূর্ণ। এই যুতি আপনার রাশির কেরিয়ার আর ব্যবসার ভাবে তৈরি হবে। এরফলে আপনার কাজ ও ব্যবসায় এই সময় ভালো প্রতিফলন পড়বে। চাকরিতে পদোন্নতি পাবেন। পড়ুয়াদের কেরিয়ারে সাফল্য আসবে। ব্যবসা প্রসার পাবে। ব্যবসায়িক সম্মন্ধ তৈরি হবে। কোনও পুরনো বিনিয়োগ থেকে লাভ পেতে পারেন।
এই যুতি আপনার আয় আর রোজগারের জায়গায় তৈরি হবে। যাঁরা ব্যবসা বাড়াতে চান, তাঁদের নতুন ক্লায়েন্ট পাওয়ার যোগ তৈরি হবে। হঠাৎ করে আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। সম্পত্তিতে বিনিয়োগ করে থাকলে, পরে দীর্ঘলাভ পেতে পারেন। হঠাৎ করে আপনার আটকে থাকা টাকা হাতে আসতে পারে। বহু ধরনের সূত্র থেকে টাকা পেতে পারেন। অনেক কয়টি বড় ব্যবসায়িক ডিল আসতে পারে। যাতে ভবিষ্যতে লাভ হতে পারে।