Durga Puja Date And Time: রথযাত্রা মানেই দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু। কারণ এই দিনেই সেরে ফেলা হয় খুঁটিপুজো। দুর্গাপুজোর প্রারম্ভিক আচার এই খুঁটিপুজো।
Ad
২০২৫ সালে কবে শারদোৎসব (ছবি সৌজন্যে, ফেসবুক Ramakrishna Math and Ramakrishna Mission, Belur Math)
বাঙালির কাছে রথযাত্রা যেমন উন্মাদনার উৎসব, তেমনই আরেক আনন্দের উৎসব হল দুর্গাপুজো। দুর্গাপুজোর দিন এই খুঁটিপুজোকে দুর্গাপুজোর আনুষ্ঠানিক সূচনা হিসেবে ধরা হয়। আর রথযাত্রার দিনই এই পুজো করা হয়। এই দিনে মণ্ডপ তৈরির জন্য প্রথম খুঁটি স্থাপন করা হয় এবং সেটির পুজো করা হয়। যার অর্থ হল, মা দুর্গার আগমনের প্রস্তুতি শুরু হয়ে গেল।
খুঁটিপুজোর কিছু পৌরাণিক তাৎপর্যও রয়েছে। এই পুজোর মাধ্যমে মণ্ডপ এবং প্রতিমাকে অশুভ শক্তি থেকে রক্ষা করার জন্য দেবীর কাছে প্রার্থনা জানানো হয়। এটি পুজোয় নির্বিঘ্ন সমাপ্তির জন্য প্রার্থনা করার একটি প্রথাও বটে।
কাঠামো পুজোর ঐতিহ্য
অতীতে বনেদি বাড়ির দুর্গাপুজোয় রথযাত্রার দিন বা কাছাকাছি সময়ে প্রতিমার কাঠামো পুজো করা হত। এই পুজো ‘কাঠামো পুজো’ নামে পরিচিত ছিল। বর্তমানে ক্লাব ও বারোয়ারি পুজোগুলো জাকজমক করে খুঁটিপুজো কর। যা দুর্গাপুজোর অবিচ্ছেদ্য অংশ।
আরেক প্রচলিত বিশ্বাস অনুসারে, রথযাত্রার দিনকে যোগমায়ার আবির্ভাবের দিন হিসেবে ধরা হয়। মনে করা হয় এই দিনে মহামায়া যোগনিদ্রা বা যোগমায়া আবিভূর্ত হয়েছিলেন। অন্যদিকে মা দুর্গাও যোগমায়ার প্রতীক। তাই রথযাত্রার দিন খুঁটিপুজো করা হয়। কথিত আছে, রথযাত্রার দিন খুঁটিপুজো করলে শুভ ফল লাভ হয়।