Pisacha Yoga In Astrology:৩০ বছর পর মীন রাশিতে শনি রাহুর সংযোগে ভয়ানক পিশাচ যোগ, ৩ রাশির জীবনে আসছে দুঃসময় Updated: 19 Mar 2025, 05:00 PM IST Anamika Mitra Pisacha Yoga In Astrology: ৩০ বছর পর, মীন রাশিতে শনি ও রাহুর সংযোগ ঘটতে চলেছে। মার্চ মাসের শেষ থেকে মে মাস পর্যন্ত, রাশিচক্রের উপর পিশাচ যোগের প্রভাব পড়বে। জেনে নিন কোন রাশির জাতকদের অত্যন্ত সতর্ক থাকা উচিত এবং এই যোগের প্রভাব কী হবে।