Margashira amavasya: যে কোনও সংকট কাটাতে, মার্গশীর্ষ অমাবস্যায় শনিদেবকে নিবেদন করুন এই ৪ জিনিস Updated: 25 Nov 2024, 10:47 AM IST Anamika Mitra Margashira amavasya: সবাই শনিদেবের কুদৃষ্টি এড়াতে চায়, কিন্তু এটাও বলা হয় যে তার ভালো নজর ব্যাক্তির ওপর থাকলে, তিনি সমস্ত সমস্যা দূর করে দেন। মার্গশীর্ষ অমাবস্যার দিনে শনিদেবকে অবশ্যই কী নিবেদন করলে, ভাগ্যের দিশা বদলাতে পারে, জেনে নিন এখান থেকে।