বাংলা নিউজ > ভাগ্যলিপি - Ajker Rashifal > Mars Transit effect on Zodiac Signs: তেড়ে অর্থবর্ষণের দিন আসছে! ডিসেম্বরের শেষে মঙ্গলের গোচরে মেষ সহ বহু রাশি লাকি
Mars Transit effect on Zodiac Signs: তেড়ে অর্থবর্ষণের দিন আসছে! ডিসেম্বরের শেষে মঙ্গলের গোচরে মেষ সহ বহু রাশি লাকি
২৭ ডিসেম্বর রাত ১১ টা ৪০ মিনিটে ধনুতে প্রবেশ করবে মঙ্গল। তারফলে বহু রাশি হবে লাভবান। তবে বহু রাশি এতে দুর্ভোগও ভোগ করতে পারেন। বলা হয়, কোষ্ঠীতে মঙ্গল দুর্বল থাকলে জাতক জাতিকারা বহু সমস্যার মুখে পড়েন। দেখে নেওয়া যাক, কোন কোন রাশির জাতক জাতিকারা আসন্ন মঙ্গলের গোচরে লাভের মুখ দেখতে চলেছেন।