বৈদিক জ্যোতিষ অনুসারে বলা হচ্ছে, ১৩ জানুয়ারি ২০২৩ সালে হতে চলেছে মঙ্গলের গোচর। এই অবস্থায় থেকে ১২ টি রাশিকে প্রভাবিত করতে চলেছে মঙ্গলের গোচর। ১৩ জানুয়ারি ১২ টা বেজে ৭ মিনিটে এই গোচর সম্পন্ন হবে, সেই অনুযায়ী দেখে নেওয়া যাক, কোন কোন রাশির জাতক জাতিকারা এই গোচর থেকে হবেন লাভবান।