জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি গ্রহ একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর নিজের অবস্থান পরিবর্তন করে। আর এই গ্রহদের অবস্থানের পরিবর্তনের ফলে তৈরি হবে নবপঞ্চম যোগ। বর্তমানে মিথুনে রয়েছেন মঙ্গল। আর মঙ্গলের সঙ্গে বুধের যুতিতে এই যোগ তৈরি হবে।
১২ রাশির জাতক জাতিকার ভাগ্যে এই নবপঞ্চম যোগের প্রভাব পড়বে। এরফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। কারা কারা এই সময়কালে লাভ পেতে পারেন, দেখে নিন। আর ৪৮ ঘণ্টা পর এই যোগ হবে।
মীন
নবপঞ্চম যোগের ফলে আপনি এবার আপনার ভবিষ্যতের দিকে বেশি নজর দিতে পারেন। চিন্তা ভাবনা করে কাজ করলে আপনি প্রতিটি ক্ষেত্রে অপার সাফল্য পাবেন। আপনার দ্বারা করা কিছু ভুল এবার সমাপ্তি পাবে। ব্যবসার ক্ষেত্রতেও আপনি খুবই লাভ পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে চলে আসা সমস্যা এবার সমাপ্ত হবে। বেকার খরচের হাত থেকে এবার মুক্তি পাবেন। জীবনে নানান রকমের খুশি আনন্দ আসতে পারে।
কর্কট
জীবনে সুখ শান্তি থাকবে। পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে। বৌদ্ধিক ক্ষমতা আগের থেকে ভালোর দিকে যাবে। চাকরিতে আসবে সাফল্য। জীবনে সুখ শান্তি থাকবে। জীবনে করা কঠিন পরিশ্রমে আপনি সাফল্য পেতে পারেন। চাকরিতে আপনার সাফল্যের যোগ রয়েছে। ব্যবসাতেও আপনি ভালো কিছু পেতে পারেন। ট্রেডে আপনার অপার লাভ হবে। প্রেম জীবন ভালো থাকতে চলেছে, আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো থাকবে।
( BSF and BGB talks Update: বিএসএফ-বিজিবি বৈঠকে উঠল কাঁটাতার প্রসঙ্গ, সীমান্তে হত্যা নিয়ে ঢাকা সরব হতেই দিল্লি কী বলল?)
( মণিপুরে লুট হওয়া অস্ত্র ফেরাতে উদ্যোগ! ৭ দিনের ডেডলাইন সেট করে দিলেন রাজ্যপাল)
মিথুন
পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে। দীর্ঘদিন ধরে জীবনে চলা সমস্যা এবার শেষ হতে পারে। মায়ের স্বাস্থ্য আগের থেকে ভালো হবে। কোনও পছন্দের জায়গায় বন্ধু বা পরিবারের সঙ্গে যেতে পারেন। চাকরির জন্য কোনও সংস্থায় যদি আবেদন করেন, তাহলে পাবেন লাভ। পেশাগত জীবনে আপনি আগের থেকে ভালো দিকে যেতে পারেন। সরকারি চাকরি পাওয়ারও অনেক বেশি সুযোগ রয়েছে।
কখন রয়েছে এই গোচর?
২৩ ফেব্রুয়ারি ২০২৫ সালে রাত ১০ টা ২৬ মিনিটে বুধ আর মঙ্গল একে অপরের সঙ্গে ১২০ ডিগ্রি কোণে অবস্থান করবেন। যারফলে নবপঞ্চম যোগের নির্মাণ হবে। তারফলে ১২ রাশিতে প্রভাব পড়লেও, বিশেষ ৩ রাশিতে বেশি প্রভাব পড়বে।