Jagadhatri Puja 2024 Date: জগদ্ধাত্রী পুজো ২০২৪র নবমী কবে? রইল তারিখ, চন্দননগর থেকে কৃষ্ণনগরের নামী পুজোর তালিকা একনজরে
1 মিনিটে পড়ুন Updated: 04 Nov 2024, 01:31 PM ISTআসছে জগদ্ধাত্রী পুজো ২০২৪। কবে পড়েছে পুজোর তিথি? দেখে নিন।
আসছে জগদ্ধাত্রী পুজো ২০২৪। কবে পড়েছে পুজোর তিথি? দেখে নিন।
রাজ্যের দুই শহরে এখন সাজো সাজো রব। একদিকে নদিয়ার কৃষ্ণনগর, অন্যদিকে হুগলির চন্দননগর। আসছে জগদ্ধাত্রী পুজো। আর এই পুজোকে ঘিরে দুই শহরের বাসিন্দাদের উৎসাহ উদ্দীপনা চরমে। দুর্গাপুজোর দশমীতে চন্দননগরে হয়ে যায় জগদ্ধাত্রীপুজোর কাঠামো পুজো। এরপর শুরু হয় অপেক্ষার পালা। গঙ্গার তীরের ঐতিহ্যবাহী এই চন্দননগরের পরতে পরতে রয়েছে ইতিহাসের নানান অধ্যায়। আর সেই শহর এবার মেতে উঠতে চলেছে জগদ্ধাত্রী পুজো ঘিরে। পিছিয়ে নেই কৃষ্ণনগরও। রাজ ইতিহাস বুকে করে এগিয়ে চলা এই শহর। কৃষ্ণনগরে বুড়িমার পুজো ঘিরে ফের বিপুল ভক্তের ঢল নামার আশা। দেখা যাক, এবারের জগদ্ধাত্রী পুজো কবে পড়েছে?
জগদ্ধাত্রী পুজো ২০২৪:-
২০২৪ সালের জগদ্ধাত্রী পুজোর ষষ্ঠী তিথি আর ক'দিন পর থেকেই শুরু। এবারের নবমী পড়েছে রবিবার। অষ্টমী তিথি শনিবার। ছুটির দিনে এই পুজোর দুটি বড় তিথি পড়েছে। দেখা যাক, জগদ্ধাত্রী পুজো ২০২৪র তিথি।
জগদ্ধাত্রী পুজোর পঞ্চমী তিথি ৬ নভেম্বর, বুধবার।
জগদ্ধাত্রী পুজোর ষষ্ঠী পড়েছে ৭ নভেম্বর, ২০২৪, বৃহস্পতিবার।
জগদ্ধাত্রী পুজোর সপ্তমী পড়েছে ৮ নভেম্বর, ২০২৪, শুক্রবার।
জগদ্ধাত্রী পুজোর অষ্টমী তিথি ৯ নভেম্বর, ২০২৪, শনিবার।
জগদ্ধাত্রী পুজোর নবমী পড়েছে ১০ নভেম্বর, ২০২৪, রবিবার।
জগদ্ধাত্রী পুজোর দশমী তিথি পড়েছে, ১১ নভেম্বর, ২০২৪, সোমবার।
কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোয় এলে বুড়িমা এবং বড় মায়ের দর্শন চাই চাইই। সোনার সাজে সুসজ্জিত দেবীমূর্তি নজর কাড়বেই। এছাড়াও রয়েছেন ছোট মা এবং রানি মা। রানিমা রয়েছেন চন্দননগরেও। তেমাথা শিবমন্দিরের রানি মায়ের পুজো ঘিরে জমে ভক্তের সমাগম। এছাড়াও চন্দননগর ও ভদ্রেশ্বরের মাঝে গৌড়হাটি তেঁতুলতলার জগদ্ধাত্রী পুজো জগদ্বিখ্যাত। সেখানে নবমীর রাতে বিপুল ভক্তের ঢল নামে। চন্দননগরের বাগবাজারের জগদ্ধাত্রী পুজো বেশ খ্যাতনামা। এদেন প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় থাকা আলাদা ঘরনার রেশ। পিছিয়ে নেই এখানকার বড়বাজারের পুজো। সুরেরপুকুর সর্বজনীন জগদ্ধাত্রী পুজোর দেবীমূর্তির সাবেকি সাজ মুগ্ধ করেছে সবাইকে। চন্দননগরের আরও এক পুজোর জনপ্রিয়তা রয়েছে, তা হল আদি মায়ের পুজো। পাল পাড়ায় জগদ্ধাত্রীকে সাজানো হয়েছে ডাকের সাজে।হেলা পুকুরেও জগদ্ধাত্রীকে সাজানো হয়েছে সোনার গয়নায়।