হিন্দু ধর্মে তুলসী গাছের গুরুত্ব বিরাট। একদিকে যেমন তুলসীর প্রচুর ওষধি গুণ রয়েছে। অন্যদিকে, এই গাছের পাতা ভগবান বিষ্ণুর পূজায় ব্যবহৃত হয়ে থাকে। কথিত আছ, কার্তিক মাসে তুলসী পুজো করলে যাবতীয় মনস্কামনা পূর্ণ হয়। বাড়িতে থাকা তুলসী গাছে প্রতিদিন নিয়ম করে জল দিয়ে পুজো করলে মন শান্ত থাকে। কথিত আছে, প্রতিদিন ভোরে তুলসী দর্শন করলে শরীর সুস্থ হয়। তখন তুলসী গাছ থেকে শুভ ফল পাওয়ার জন্য বেশ কিছু নিয়ম পালন করতে হয়। কারণ তুলসী পুজো ও তার ডাল ভাঙার জন্যর কিছু নিয়ম রয়েছে।
তুলসী গাছের চারা বাড়ির উঠোনে লাগাতে হবে। তবে আজকাল যেহেতু অনেকেই ফ্ল্যাটে থাকেন তাই, জায়গার অভাব থাকে। সেক্ষেত্রে তুলসী চারা বারান্দাতেও লাগাতে পারেন।
প্রতিদিন সকালে উঠে স্নান করে তুলসী গাছে জল দিয়ে তার চারপাশ পরিক্রমা করলে ভালো ফল পেতে পারেন।
কথিত আছে, রবিবার তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালানো উচিত নয়।
গণেশ পুজো, দুর্গা পুজো ও শিব পুজোয় তুলসী ব্যবহার করা যেতে পারে।
আরও পড়ুন: লক্ষ্মীপুজোর দিনে ভুলেও বাড়িতে করবেন না এই সাতটি কাজ! অজান্তেই ডেকে আনবেন অমঙ্গল
তবে যখন খুশি তুলসী চারা লাগানো ঠিক নয়, কার্তিক মাসে তুলসী গাছ লাগালে সব থেকে ভালো উপকার পাওয়া যেতে পারে।
তবে অবশ্যই তুলসী গাছ লাগাতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায়।
কিন্তু কাঁটাগাছের সঙ্গে তুলসী গাছের চারা রাখা যাবেনা।
আরও পড়ুন: এইসব নিয়ম মেনে করুন লক্ষ্মী পূজা, ঘর ভরবে সুখ-সমৃদ্ধিতে! কিন্তু ভুলেও এই ফুল ও পাতা নিবেদন করবেন না
তুলসীর ডাল ভাঙার, পাতা তোলারও কিছু নিয়ম রয়েছে। সেই পাতা যখনই ব্যবহার করুন, সকালবেলা এই গাছের পাতা তুলতে হয়। কারণ তুলসী পাতা কখনও বাসী হয় না। অকারণে তুলসী পাতা ছিঁড়বেন না। পরিষ্কার পরিচ্ছন্নভাবে তুলসীর পাতা তুলতে হবে। অপরিচ্ছন্ন হাতে তুলসী পাতায় হাত দেওয়া যাবে না। রবিবার, চন্দ্রগ্রহণ ও একাদশীর দিন তুলসী পাতা তোলা ঠিক নয়। তুলসী পাতা তোলার সময় আগে তুলসী গাছকে প্রণাম করে, তারপর এই মন্ত্র উচ্চারণ করে এই পাতা তোলা উচিত।