Astro Tips: খাবারে বারবার চুল? রাহু ছাড়াও হতে পারে এই দোষের লক্ষণ, সাবধান হোন এখনই Updated: 02 Jul 2025, 01:00 PM IST Sanket Dhar Astro Tips Hair In Food: খাবারে বারবার চুল পাওয়া জ্যোতিষশাস্ত্র মতে বিভিন্ন কারণে হতে পারে এবং এটি প্রায়শই অশুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয়। এর সঙ্গে রাহুর অশুভ প্রভাব এবং পিতৃদোষের সম্পর্ক থাকতে পারে।