Gaja Kesari yog Lucky Zodiac Sign: জানুয়ারিতেই গজকেশরী যোগে বৃষ সহ ৩ রাশি লাকি! চন্দ্র, মঙ্গলের কৃপায় কার কী লাভ হবে?
1 মিনিটে পড়ুন Updated: 04 Jan 2025, 04:31 PM ISTআসছে গজকেশরী যোগ! কোন কোন রাশি হবে লাভবান? দেখে নিন।
আসছে গজকেশরী যোগ! কোন কোন রাশি হবে লাভবান? দেখে নিন।
বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে নবগ্রহের মধ্যে চন্দ্রের গতি সবচেয়ে দ্রুত। একই রাশিতে চন্দ্র প্রায় আড়াই দিন থাকেন। আর তারপরই সেখান থেকে অন্য রাশিতে চলে যান। তবে এবার চন্দ্র, মঙ্গলের সঙ্গে যুতি তৈরি করছেন। চন্দ্রের সঙ্গে যেকোনও গ্রহের যুতি, খুবই শুভ মনে করা হয়। আর এবার ৯ জানুয়ারি রয়েছে গজকেশরী যোগ। সেখানে মঙ্গল ও চন্দ্রের যুতি বড় ভূমিকা পালন করতে চলেছেন। আর এই গজকেশরী রাজযোগের ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখোমুখি হতে চলেছেন। কারা কারা লাকি হতে চলেছেন এই গজকেশরী যোগে? দেখা যাক।
বৃষ
দীর্ঘ দিন ধরে আটকে থাকা কাজ আজ সম্পন্ন হবে। প্রতিটি ক্ষেত্রে আসবে অপার সাফল্য। দীর্ঘ দিনের আটকে থাকা কাজ হঠাৎ শুরু হবে। মা লক্ষ্মীর কৃপায় ভাগ্যের সম্পূর্ণ সমর্থন পাবেন। সব চ্যালেঞ্জ থেকে পাবেন মুক্তি। চাকরিরতদের জন্য এই সময়টি খুবই ভালো। কেরিয়ারে উন্নতি হবে। আকস্মিক ধনলাভ হবে। ভবিষ্যতের জন্য টাকা সঞ্চয় করে রাখতে পারবেন।
ধনু
গজকেশরী যোগের ফলে হঠাৎ করে আপনাদের ভাগ্যে ধন সম্পত্তির বৃদ্ধি হবে। কেরিয়ারের দিক থেকে ভালো লাভ পাবেন। চাকরিরতরা নিজের কাজে পুরো ফোকাস করলে পাবেন লাভ। যে রণনীতি বানিয়েছেন, তা থেকে পাবেন সম্পূর্ণ লাভ। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। কোনও ঋণ শোধ করতে পারবেন। স্বাস্থ্য ভালোর দিকে যাবে।