Ganesh Chaturthi Special Yog lucky Zodiacs: পকেট উপচে পড়বে আর্থিক লাভে, শুভ যোগে গণেশ চতুর্থীতে লাকি মেষ সহ ৩ রাশি Updated: 17 Sep 2023, 11:29 AM IST Sritama Mitra ১৮ সেপ্টেম্বর গণেশ চতুর্থীর চতুর্থী তিথি শুরু হয়ে তা চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। ১০ দিন ব্যাপী মহারাষ্ট্রে এই গণেশ চতুর্থীর উৎসব পালিত হয়। আর এই শুভ উৎসবের মাঝেই রয়েছে শুভ এক তিথি। শুভ বৈধৃতি যোগ তৈরি হতে চলেছে গণেশ চতুর্থীতে।