বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে গজকেশরী যোগের ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখে থাকেন। সময়ে সময়ে চন্দ্র ও গুরুর অবস্থান দেশ আর দুনিয়াতে নানান রকমের প্রভাব ফেলে। এবার ২৪ ঘণ্টা পরই আসছে গজকেশরী যোগ। ২৮ মে, চন্দ্র প্রবেশ করবেন মিথুন রাশিতে। এই মিথুন রাশিতে আগে থেকেই রয়েছেন বৃহস্পতি। ফলত, সেখানে গুরু বৃহস্পতি আর চন্দ্রের যুতি তৈরি হবে।
তারফলে বহু রাশির জাতক জাতিকারা উপকৃত হবেন। এই সময় আকস্মিক ধনলাভের সঙ্গে সঙ্গে উন্নতির যোগও আসতে চলেছে। দেখা যাক, লাকি কারা।
কন্যা
এই রাজযোগ আপনার রাশিতে ইতিবাচক প্রভাব ফেলে। এই রাজযোগ কেরিয়ার আর ব্যবসার স্থানে তৈরি হতে চলেছে। আপনার কাজের দিক থেকে ভালো লাভ আসতে পারে। দীর্ঘ দিন ধরে আটকে থাকা কাজ এবার সম্পন্ন হতে পারে। সেই কাজে আপনি সাফল্য পাবেন। চাকরিরতদের পদোন্নতির যোগ আসবে। ব্যবসায়ীরাও ভালো ধনলাভ পেতে পারেন। এই সময় সামাজিক পরিধি বাড়বে। প্রভাবশালী লোকজনের সঙ্গে দেখা হবে। বিদ্যার্থীদের জন্য এই সময় পড়াশোনায় সাফল্য এনে দেবে।
( কেতু একা নন, সঙ্গী এবার সূর্য! দুই গ্রহের কৃপায় পকেট ফুলবে অনেকের, লাকি কারা?)
সিংহ
এই সময় আপনার আয়ে হু হু করে বৃদ্ধি পাবে। চাকরিতে পাবেন নতুন নতুন প্রজেক্ট। ব্যবসায়ীদের ভালো ধনলাভ হবে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে। টাকার দিক থেকে বিনিয়োগের জন্য উচিত সময় এইটিই। চাকরিতে উন্নতি আর ব্যবসায় নতুন প্রজেক্ট পেতে পারেন। দীর্ঘ কোনও সফরের যাত্রা আপনার জন্য ফলদায়ী হবে। বিদেশে যাত্রার বিশেষ সুযোগ পাবেন। ব্যবসার বিস্তার হবে। আপনার বহু ইচ্ছা পূরণ হবে।
( জুন ২০২৫-এ রথযাত্রা, ইদের মাসে ব্যাঙ্ক বন্ধ থাকবে কতদিন? রইল ছুটির তারিখের লিস্ট)
( ৬ জুন থেকে চাকরি, ব্যবসায় তুঙ্গে উন্নতি! লাকি রাশির লিস্টে কি আপনারটিও আছে?)
তুলা
এই রাজযোগ আপনার রাশিতে ভাগ্য আর বিদেশের স্থানে হবে। এই সময় আপনি ভাগ্য়ের যোগ্য সঙ্গত পাবেন। কাজের সূত্রে কোথাও যাত্রা করতে পারেন। বিদ্যার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পাবেন। সামাজিক কাদে আপনারা পরিচিতি পাবেন। এই সময় আপনি ধার্মিক বা মাঙ্গলিক কাজে অংশ নিতে পারেন।
( এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )