Benefits of fasting on Rama Ekadashi: রমা একাদশীর উপবাস একটি গুরুত্বপূর্ণ উপবাস যা ধর্মীয় শাস্ত্রেও বিশেষ গুরুত্ব বহন করে। ২০২৪ সালে, এই ব্রত ২৮ অক্টোবর সোমবার পড়বে। প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষ তিথিতে এই উপবাস পালন করা হয়। আসুন জেনে নিই এই একাদশীর মাহাত্ম্য।