Ganga dussehra 2023: ধন যোগ রবি যোগ এবং সিদ্ধি যোগের মতো শুভ যোগ গঙ্গা দশেরার দিনে তৈরি হচ্ছে। ধর্মীয় বিশ্বাস যে গঙ্গা দশহরায় দিনে গঙ্গায় স্নান করলে ১০ রকম পাপ থেকে মুক্তি মেলে। সেই সঙ্গে কিছু ব্যবস্থা করলে সকল কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়। আসুন জেনে নিই গঙ্গা দশহরায় দিনে এই ব্যবস্থাগুলি সম্পর্কে।