বাংলা নিউজ > ভাগ্যলিপি > আজ ধনতেরাস, জানুন পুজোবিধি ও শহরভিত্তিক পুজোর শুভক্ষণ

আজ ধনতেরাস, জানুন পুজোবিধি ও শহরভিত্তিক পুজোর শুভক্ষণ

ধনতেরাসে ঘরের প্রবেশদ্বার, রান্নাঘর, ব্রহ্মস্থান ও সমস্ত দরজার ডান দিকে প্রদীপ রাখুন।

পুরাণ অনুযায়ী, এ দিনই সমুদ্র মন্থনের ফলে লক্ষ্মী প্রকট হন। যদিও লক্ষ্মীর পাশাপাশি ধনের দেবতা হিসেবে কুবেরও পূজিত হন। এমনকি চিকিৎসার দেবতা ধন্বন্তরীর পুজোও হয় এদিন।

পাঁচ দিন ব্যাপী দীপাবলী উৎসবের প্রথম দিন ধনতেরাস বা ধনত্রয়োদশী হিসেবে পালিত হয়। চলতি বছর ১৩ নভেম্বর, অর্থাৎ আজ ধনতেরাস। পুরাণ অনুযায়ী, এ দিনই সমুদ্র মন্থনের ফলে ধন্বন্তরী প্রকট হন। এদিন ধন্বন্তরীর পুজো হয়। পাশাপাশি লক্ষ্মী ও ধনের দেবতা হিসেবে কুবেরও পূজিত হন। ধনত্রয়োদশীর দিনে লক্ষ্মী ও কুবেরের পুজো হলেও, এর ঠিক দুদিন পর অমাবস্যার দিনে লক্ষ্মী পুজোর অধিক গুরুত্ব রয়েছে। জ্যোতিষাচার্যদের মতে, ধনতেরাসের দিনে প্রদোষ কালে লক্ষ্মী পুজো করা উচিত। সূর্যাস্তের পর ২ ঘণ্টা ২৪ মিনিট পর্যন্ত প্রদোষ কাল থাকে।

দৃকপঞ্জিকা অনুযায়ী, চৌঘড়িয়া মুহূর্তে ধনতেরাস পুজো করা উচিত নয়। এই মুহূর্ত শুধুমাত্র যাত্রার জন্য ভালো। ধনতেরাসে লক্ষ্মী পুজোর জন্য স্থির লগ্নের প্রদোষ কালই উৎকৃষ্ট সময়। স্থির লগ্নে লক্ষ্মী পুজো করলে পরিবারের আর্থিক পরিস্থিতিও দীর্ঘস্থায়ী ও স্থির থাকে। বৃষভ লগ্নকে স্থির মনে করা হয়। 

ধনতেরাস পুজোর শ্রেষ্ঠ সময়- সন্ধে নাগাদ প্রদোষ কাল ও স্থির বৃষভ লগ্নে ৫টা ৩৩ মিনিট থেকে ৭টা বেজে ২৮ পর্যন্ত থাকবে।

ত্রয়োদশী তিথি প্রারম্ভ- ১২ নভেম্বর রাত ৯টা ২০ মিনিটে।

ত্রয়োদশী তিথি সমাপ্ত- ১৩ নভেম্বর ৫টা ৫৯ মিনিটে।

প্রদোষ কাল- ১৩ নভেম্বর সন্ধে ৫টা ২৮ মিনিট থেকে রাত ৮টা ০৭ মিনিট পর্যন্ত।

বৃষভ কাল- ১৩ নভেম্বর সন্ধে ৫টা ৩২ মিনিট থেকে রাত ৭টা বেজে ২৮ মিনিট পর্যন্ত।

ধনত্রয়োদশীর পুজোর জন্য নিজের নিজের শহরের নিরিখে পুজোর শুভক্ষণ জেনে রাখা উচিত। এখানে ভারতের কয়েকটি শহরের ধনতেরাস পুজোর শুভক্ষণ দেওয়া রইল।

  • কলকাতা- সন্ধে ৪টা ৫৮ মিনিট থেকে ৫টা ৫৯ মিনিট।
  • পুণে- সন্ধে ৫টা ৫৭ মিনিট থেকে ৫টা ৫৯ মিনিট।
  • নয়াদিল্লি- সন্ধে ৫টা ২৮ মিনিট থেকে ৫টা ৫৯ মিনিট।
  • চেন্নাই- সন্ধে ৫টা ৪০ মিনিট থেকে ৫টা ৫৯ মিনিট।
  • জয়পুর- সন্ধে ৫টা ৩৭ মিনিট থেকে ৫টা ৫৯ মিনিট।
  • হায়দ্রাবাদ- সন্ধে ৫টা ৪১ মিনিট থেকে ৫টা ৫৯ মিনিট।
  • গুরগাঁও- সন্ধে ৫টা ২৯ মিনিট থেকে ৫টা ৫৯ মিনিট।
  • চণ্ডীগড়- সন্ধে ৫টা ৩০ মিনিট থেকে ৫টা ৫৯ মিনিট।
  • মুম্বই- সন্ধে ৬টা ০১ মিনিট থেকে ৮টা ৩৪ মিনিট।
  • বেঙ্গালুরু- সন্ধে ৫টা ৫০ মিনিট থেকে ৫টা ৫৯ মিনিট।
  • আমেদাবাদ- সন্ধে ৫টা ৫৬ মিনিট থেকে ৫টা ৫৯ মিনিট।
  • নয়ডা- সন্ধে ৫টা ৩২ মিনিট থেকে ৫টা ৫৯ মিনিট।

এ ছাড়াও, ১৩ তারিখ সন্ধে ৫টা ২৮ মিনিট থেকে ৫টা ৫৯ মিনিটের মধ্যে ধনতেরাসের পুজো সর্বক্ষেত্রেই শুভ।

ধনতেরাস পুজো বিধি- ধনতেরাসের দিনে ধন্বন্তরি ও কুবেরের বিশেষ পুজো হয়। পুজোর জন্য একটি মাটির হাতি পুজোর আসনে বসিয়ে, তাতে তিলক করুন। এর পর চৌমুখী প্রদীপ প্রজ্বলিত করুন ও ধন্বন্তরি এবং বিষ্ণুর স্মরণ করে আরতি করুন। আরতির সময় এই মন্ত্র জপ করা উচিত-

মৃত্যুনা দণ্ডপাশাভ্যাং কালেন শ্যাম্যা সহ।

ত্রয়োদশ্যাং দীপ দানাত সূর্যজ প্রীয়তাং মম।।

এর পর ধনতেরাস উপলক্ষে যা কিনে এনেছেন তাতে চাল ছেটান। পানের পাতায় রোলি দিয়ে স্বস্তিক বানিয়ে একটি সুপুড়ি রাখুন ও গণেশের পুজো করুন। লক্ষ্মীকে স্মরণ করে সেই পানের পাতা তুলে নিজের টাকার বাক্সে বা সিন্দুকে রেখে দিন। এর পর ঘরের প্রবেশদ্বার, রান্নাঘর, ব্রহ্মস্থান ও সমস্ত দরজার ডান দিকে প্রদীপ রাখুন।

উল্লেখ্য, ধনতেরাসের দিনে ঋণ নিতে নেই। এদিন রাগ করবেন না ও কারও সঙ্গে কোনও মনোমালিন্য থাকলে, তা মিটিয়ে নেওয়াই শ্রেয়।

ভাগ্যলিপি খবর

Latest News

কন্নড় ফিল্ম ইন্ড্রাস্টিতে নিষিদ্ধ হতে পারেন সোনু নিগমকে? '৫ বছর ধরে এখান ওখান থেকে চুরি করেই চলেছি…', বলিউডকে ‘চোর’ বললেন নওয়াজউদ্দিন রিয়ান,যশস্বীরা কেউ নতুন নয়,ওরা যথেষ্ট অভিজ্ঞ! KKR-র কাছে RR হারতেই বিস্ফোরক কোচ! এক মোটর সাইকেলে ৪ জন, উলটোডাঙা উড়ালপুলে দুর্ঘটনায় নিহত ২ 'এই মন্তব্য করা উচিত হয়নি…', বিপাশার সঙ্গে ক্যাটফাইট, কী অভিযোগ আমিশার সব প্রতিকূলতা পার করে HSC পাশ একই স্কুলের ৯ ঘরছাড়া ট্রান্সজেন্ডার পরিক্ষার্থীর শনি-রাহুর যুতিতে ভাগ্য পরিবর্তন ৩ রাশির, কর্মক্ষেত্রে হবে অগ্রগতি, বাড়বে আয়ও ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচে খেলবেন না বুমরাহ! সহ অধিনায়ক পদ থেকেও সরানো হচ্ছে ডান্স বাংলা ডান্স: শিবপ্রসাদের গাল ধরে টানাটানি, শ্রাবন্তীকে পেয়ে কী করল ভোম্বল? গভীর রাতে আলো নিভিয়ে, চোরের মতো… জাফরাবাদে চাঞ্চল্যকর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

IPL 2025 News in Bangla

রিয়ান,যশস্বীরা কেউ নতুন নয়,ওরা যথেষ্ট অভিজ্ঞ! KKR-র কাছে RR হারতেই বিস্ফোরক কোচ! KKR-কে প্লে অফের দৌড়ে রেখে IPL-এ বড় নজির নাইট অধিনায়কের! টপকে গেলেন গেইলকে সাবধান নীরজ! চাপে ফেলতে বড় প্রতিযোগীর আগমন হয়েছে… নেটপাড়ায় হাসির খোরাক পন্ত নিজে রান পাচ্ছেন না ২৭ কোটির পন্ত! LSG হারতেই বোলারদের দিকে আঙুল তুললেন অধিনায়ক কতদিন IPL খেলবেন, ইডেনে অভাবনীয় রেকর্ড গড়া রাসেলের পরিকল্পনা ফাঁস করলেন বরুণ LSG- কে হারিয়ে Points Table-এ নিজেরা বড় লাফ দিল,পাশাপাশি KKR-এর সুবিধে করল PBKS শুধু ব্যাটই নয়, পন্তের হাত থেকে ছিটকে গেল ম্যাচ, প্লে-অফের টিকিটও ফস্কাল নাকি? ছক্কায় ধরমশালা স্টেডিয়ামের বাইরে বল পাঠালেন শশাঙ্ক, আহ্লাদে আটখানা প্রীতি জিন্টা ফিল্ডিং করেই হিরো রিঙ্কু, KKR-কে ম্যাচ জিতিয়ে বললেন, ‘ব্যাটের থেকে বেশি…’ হাতে ব্যান্ডেজ, চোট পেয়ে ছিটকে যাওয়ার ঝুঁকি নিয়েও ইডেনে অবিশ্বাস্য ক্যাচ রাহানের

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.