Budhdev Uday 2025: বুধের উদয় আর ২ দিন পরই! সৌভাগ্য ফিরবে ৫ রাশির, কার ভাগ্যে কী কী আসতে পারে?
1 মিনিটে পড়ুন Updated: 23 Feb 2025, 09:17 PM ISTবুধের উদয়ের ফলে বহু রাশির জাতক জাতিকাদের ভাগ্যে আসবে উন্নতির ছোঁয়া। দেখা যাক, লাকি কারা।
বুধের উদয়ের ফলে বহু রাশির জাতক জাতিকাদের ভাগ্যে আসবে উন্নতির ছোঁয়া। দেখা যাক, লাকি কারা।
বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, গ্রহদের রাজকুমার বুধের মাহাত্ম্য আলাদা। গ্রহদের এই রাজকুমারের চাল চলনে বহু রাশির ভাগ্যে উন্নতি যেমন আসতে পারে, তেমনই অনেকের ভাগ্যে কুপ্রভাবও পড়তে পারে। এদিকে, বুধ আসন্ন সময়ে উদিত হতে চলেছেন। আর সেই উদিত হওয়ার সময়ক্ষণ ২০২৫ সালের আগে। বুধ উদিত হতেই একাধিক রাশির জাতক জাতিকারা লভ পাবেন। দেখা যাক, সেই সেরা ৩ রাশি, যাঁরা বুধের উদয়ে লাভ পাবেন।
মেষ
অমীমাংসিত কাজ শেষ হবে। মেষ রাশির জাতকদের জন্য বুধের উদয় খুবই শুভ হতে পারে। অধিপতি বুধের কৃপায় চাকরিজীবীদের আয় বৃদ্ধি পেতে পারে। অর্থনৈতিক অবস্থা আগের থেকে উন্নত হবে। চাকরিজীবীরা পদোন্নতি পেতে পারেন।
মিথুন
বুধের উত্থানের কারণে মিথুন রাশির জাতকদের আর্থিক অবস্থার অভাবনীয় উন্নতির সম্ভাবনা রয়েছে। ব্যবসায় বৃদ্ধি হবে, ফলে খুশি থাকতে পারেন ব্যবসায়ীরা। পরিবারের পরিবেশ আনন্দদায়ক হবে। সন্তানদের দিক থেকে কোনও ভালো খবর পেতে পারেন। বিনিয়োগের ফলে অর্থনৈতিক অগ্রগতি হবে।
কুম্ভ
বুধের উত্থান কুম্ভ রাশির জাতকদের জন্যও ইতিবাচক। এই সময়ে কুম্ভ রাশির জাতকদের আর্থিক অবস্থা আগের থেকে আরও শক্তিশালী হবে। ব্যবসায়ীদের আর্থিক অবস্থা ভালো থাকবে। সম্পত্তি সংক্রান্ত কাজে আর্থিক লাভ হলেও হতে পারে। চাকরিজীবীরা সুখবর পেতে পারেন। দীর্ঘদিন ধরে অমীমাংসিত থাকা কাজ সফলভাবে সম্পন্ন হবে।