জ্যোতিষশাস্ত্র অনুসারে, গ্রহরা সময়ে সময়ে নিজের অবস্থান পাল্টান। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা প্রভাবিত হন। গ্রহদের রাজকুমার বুধের গতিবিধি দেশ ও দুনিয়াতেও প্রভাব ফেলে। আসন্ন সময়ে বুধ প্রবেশ করতে চলেছেন উত্তরভাদ্রপদ নক্ষত্রে। এই উত্তরভাদ্রপদ নক্ষত্র, ২৭ টি নক্ষত্রের মধ্যে ২৬ তম নক্ষত্র। সেখানেই প্রবেশ করেছেন বুধ। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। কবে আসছে বুধের এই নক্ষত্র পরিবর্তন? দেখে নিন। তবে তার আগে দেখে নিন, বুধের এই নক্ষত্র পরিবর্তনের ফলে কারা কারা লাকি হতে চলেছেন।
মেষ
এই সময় আপনি হঠাৎ করে আকস্মিক ধনলাভ করতে পারেন। টাকা সম্পর্কিত সমস্যা থেকে এই সময় পেতে পারেন মুক্তি। আয়ের নতুন নতুন উৎস বের হতে পারে। সেখানে থেকে পকেট ভরতে পারে। আমদানির পরিমাণও কম হবে না, বলে ভবিষ্যদ্বাণী রয়েছে। আপনার পরিবারের সকলের সঙ্গে আপনার সম্পর্ক আগের থেকে ভালো হবে। আপমার কাজে সিদ্ধি লাভ হবে। এই সময় গাড়ি, বাড়ি কেনার বিষয়ে ভাবতে পারেন।
( Heatwave Warning:ভরা বসন্তে তাপপ্রবাহের সতর্কতা দেশের এই শহরে! মেগা সিটিতে জারি ‘ইয়লো অ্যালার্ট’)
সিংহ
বুধের এই নক্ষত্র প্রবেশ ফলদায়ী হতে পারে আপনার রাশির জাতক জাতিকার জন্য। এই সময় ব্যবসায়িক সম্ভাবনা আরও উজ্জ্ব হতে পারে। পুরনো কোনও লগ্নি থেকে পেতে পারেন লাভ। স্বাস্থ্যও আগের থেকে ভালো থাকতে পারে। আপনি নিজের সমস্ত সিদ্ধান্ত পুরো আত্মবিশ্বাসের সঙ্গে নিতে পারেন। কিছু সাহসী সিদ্ধান্ত আপনাকে লাভ দেবে। আপনার আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালোর দিকে যেতে পারে।
ধনু
এই সময় আপনার আয়ে অনেক বৃদ্ধি হবে। অনেক ধরনের উৎস থেকে আপনার ঘরে টাকা আসতে পারে। কর্মরতরা কোনও নতুন প্রজেক্ট পেতে পারেন হাতে। ছাত্ররা শিক্ষা ক্ষেত্রে ভালো লাভ পাবেন। ছাত্ররাও সাফল্য পেতে পারেন। যাঁরা চাকরির খোঁজ করছেন, তাঁরা পেতে পারেন চাকরি। চাকুরিরতদের কর্মস্থলে নতুন দায়িত্ব আসতে পারে।
কবে রয়েছে এই নক্ষত্র গোচর?
উত্তরভাদ্রপদ নক্ষত্রে বুধের প্রবেশ হবে ২ মার্চ। আর ধনু সহ এই ৩ রাশি, আগামী ২ মার্চ থেকেই সৌভাগ্যের মুখ দেখবেন। দেখা যাক, লাকি কারা।
(এই তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )