বৈদিক পঞ্চাঙ্গ অনুসারে চলতি বছরে রাখী বন্ধনের আশপাশের সময়ে গ্রহদের চালে পরিবর্তন হতে চলেছে। এই গ্রহদের চালে বদলের তালিকায় রয়েছেন রাজকুমার বুধও। আগামী ৯ অগস্ট রয়েছে রাখী বন্ধন। সেই দিনই উদিত হতে চলেছেন বুধদেব। এরফলে ৩ রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। কারা লাকি, তার হদিশ দিচ্ছে রাশিফল।
কন্যা
বুধের উদয় কন্যা রাশির জন্য শুভ প্রমাণিত হতে পারে। বুধ আপনার রাশিতে ১১ তম স্থানে উদিত হতে চলেছেন। এই সময় আপনার আয়ে হু হু করে বৃদ্ধি হতে পারে। আয়ের নতুন নতুন উৎস তৈরি হবে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে। বুধের কৃপায় শেয়ার বাজার, লটারি থেকে ভালো লাভ পেতে পারেন। চাকরিরতরা কর্মস্থলে ভালো লাভ পাবেন। সন্তানের সঙ্গে জড়িত কোনও শুভ খবর পেতে পারেন।
( Kulgam Encounter: কাশ্মীরের কুলগামে গুলির লড়াই! জঙ্গিদের সঙ্গে রুদ্ধশ্বাস সংঘর্ষে ভারতীয় ফোর্স)
কর্কট
আপনাদের জন্য় বুধ গ্রহের উদিত হওয়া খুবই অনুকূলের। এই সময় আপনার ব্যক্তিত্বে আসবে আলাদা উজ্জ্বলতা। আপনার কাজ করার ধরণেও আসতে পারে পরিবর্তন। আপনার বুদ্ধি দিয়ে আপনি কিছু ভালো সিদ্ধান্ত নিতে পারেন। দাম্পত্য জীবনে বৈবাহিক সম্পর্ক ভালোর দিকে যাবে। অংশীদারির কাজে লাভ পাবেন। কোনও আইনি মামলার রায় আপনার পক্ষে যেতে পারে। আপনার মান সম্মানের প্রাপ্তি হবে। সমাজে বাড়বে প্রতিষ্ঠা।
তুলা
বুধের উদিত হওয়া আপনার জন্য লাভপ্রদ। বুধ গ্রহ আপনার রাশিতে কর্মভাবে উদিত হবেন। এই সময় নতুন নতুন বন্ধু তৈরি হতে পারে। চাকরিরতদের কাজে প্রমোশন হবে। ব্যবসায়ীরা ভালো লাভ পেতে পারেন। নতুন কোনও অর্ডার পেতে পারেন। বাবার সঙ্গে সম্পর্ক ভালো হবে।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )