২০২৪ বুদ্ধপূর্ণিমা পড়ছে মে মাসেই। বৈশাখের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে এই বিশেষ উৎসব পড়তে চলেছে। কথিত রয়েছে এই শুভ তিথিতে দেবতা বিষ্ণু বুদ্ধের অবতার নিয়েছিলেন। বহু জায়গায় এই দিনকে বুদ্ধ জয়ন্তীও বলা হয়। এই তিথিতে বুদ্ধদেব জ্ঞানের প্রাপ্তি করেছিলেন। চলতি বছরের বুদ্ধপূর্ণিমায় একাধিক শুভ যোগ পড়তে চলেছে। এই শুভ তিথি ও সময়কাল দেখে নিন।
বৈশাখ পূর্ণিমার তিথি কবে থেকে পড়ছে, তা নিয়ে অনেকের মনেই রয়েছে কৌতূহল। এই তিথিতেই রয়েছে এবারের বুদ্ধ পূর্ণিমা। এই বৈশাখ পূর্ণিমায় স্নান, দান, পুজো বিশেষ বিধি মেনে করলে, মনের ইচ্ছা পূরণ হয় বলে মনে করা হয়। বলা হয়, বৈশাখ পূর্ণিমার শুভ সময়ে স্নান দান পুজো পাঠ করলে তা দ্বিগুণ লাভ হয়। দেখে নেওয়া যাক, কোন কোন তিথিতে বৈশাখ পূর্ণিমায় শুভ স্নান, দানের সময় রয়েছে দেখে নেওয়া যাক।
বুদ্ধপূর্ণিমার ২০২৪ শুভ তিথিতে রয়েছে শুভ যোগ কবে থেকে পড়ছে, তা নিয়ে রয়েছে চর্চা। এই সময়ে কী কী শুভ যোগ রয়েছে দেখা যাক।
বুদ্ধপূর্ণিমার তিথি
২২ মে ২০২৪ সন্ধ্যায় ৬.৪৭ মিনিটে শুরু তিথি। বৈশাখ পূর্ণিমার তিথি সমাপ্ত হবে ২৩ মে-তে। সেদিন সন্ধ্যা ৭.২২ মিনিটে শেষ হবে তিথি। স্নান-দান করার শুভ সময় ভোর ০৪.০৪ মিনিটে শুরু হবে। সকাল ৫.২৬ মিনিটে সেদিন শেষ হবে সময়। সেই দিন পুজোর সময় শুরু হবে সকালে ১০.৩৫ মিনিটে, আর তিথি শেষ হবে দুপুর ১২.১৮ মিনিটে। এছাড়াও সেদিন চন্দ্রোদয়ের সময় রাত ৭.১২ মিনিট।
বুদ্ধ পূর্ণিমা ২০২৪ শুভ যোগ
বৈশাখ পূর্ণিমায় রয়েছে শুভ শিবযোগ। এই দিনে রয়েছে সর্বার্থ সিদ্ধি যোগ। এছাড়াও বুদ্ধ পূর্ণিমা ২০২৪ এর হাত ধরে, এই দিনে শুক্র ও সূর্যের মিলনের ফলে শুক্রাদিত্য যোগ ও রাজভঙ্গ যোগ গঠিত হবে। ২৩ মে রয়েছে বুদ্ধপূর্ণিমা। এই শুভ সময়কালে বৃষ রাশিতে যেখানে বৃহস্পতি ও শুক্রের মিলনের ফলে গজলক্ষ্মী রাজযোগ তৈরি হচ্ছে, তেমনি বৃহস্পতি ও সূর্যের মিলনের ফলে গুরু আদিত্য যোগের সৃষ্টি হচ্ছে। গজলক্ষ্মী রাজযোগে যে কাজ করা হয়, তাতে সম্পদ, সৌন্দর্য এবং সাফল্য নিয়ে আসে, যেখানে গুরু আদিত্য যোগে ব্যক্তি গুণ এবং জ্ঞান অর্জন করে। এদিকে, শিবযোগ সেদিন শুরু হবে ২৩ মে ১২ টা ১২ মিনিট থেকে, ২৪ মে দুপুর ১১.২২ মিনিটে তা শেষ হবে। সর্বার্থ সিদ্ধি যোগ, ২৩ মে সকাল ৯.১৫ মিনিটে শুরু হবে, পরের দিন সকাল ৫.২৬ মিনিটে শেষ হবে।